সকাল সকাল হোচট খেল বাংলাদেশ। নতুন দিনে থিতু হতে পারেননি মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দু’জনেই ফিরেছেন আক্ষেপ নিয়ে। দ্বি-শতক পাওয়া হয়নি জয়ের, সেঞ্চুরি মিস করেছেন মুমিনুল।
আগেরদিন আয়ারল্যান্ডকে হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন জয়। দিন শেষ করেন ১৬৯ রান নিয়ে। ৮০ রান নিয়ে তার সাথে অপরাজিত ছিলেন মুমিনুল। তাদের ১৭০ রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮/১।
অপরাজিত দুই ব্যাটার আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে খেলতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ৯ বলের ব্যবধানে ফিরলেন মুমিনুল-জয় উভয়েই। ফলে দারুণ সব মাইলফলক হাতছাড়া করেছেন তারা।
ব্যারি ম্যাককার্থির বলে আউট হয়ে মুমিনুল ৮২ এবং জয় ক্যারিয়ারসেরা ১৭১ রানের ইনিংস খেলে ফিরেন।
গতকাল ৮০ ওভার শেষে নতুন বল নেয়ার সুযোগ থাকলেও নেননি দলটির অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। আজ সকালেই তারা নতুন বল নিয়েই আঘাত হানেন তারা। দ্বিতীয় ওভারেই ফেরান জয়কে।
ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা এই ডানহাতি ব্যাটার ম্যাককার্থির বেশ বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক লরকান টাকারকে ক্যাচ দেন। ৮ বল পর ম্যাককার্থিই ফেরান মুমিনুলকেও।
এই মুহূর্তে বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। শান্ত খেলছেন ওয়ানডে মেজাজে, ৪৮ বলে ৪৪ রানে ব্যাট করছেন তিনি। মুশফিক খেলছেন ১০ রানে।
এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১০০ ওভারে ৩ উইকেটে ৩৯৮। লিড বেড়ে দাঁড়িয়েছে ১১২ রানে।



