তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবিতে খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী মিরাজ।
সদ্যই আফগানিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ, করেছে ধবলধোলাই। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে পরিসংখ্যান সুখকর নয় টাইগারদের। হেরেছে শেষ দুই সিরিজেই।
তবে এবার নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে বাংলাদেশ। অবশ্য এছাড়া উপায় কী! বিশ্বকাপে সরাসরি যেতে হলে এই সিরিজ জয়ের বিকল্পও নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিষেক হয়েছে সাইফ হাসানের।
প্রথমবার জাতীয় দলে নাম লেখানোর প্রায় ৪ বছর পর ওয়ানডে অভিষেক হচ্ছে সাইফের। তবে এই ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান। একাদশে ফিরেছেন হাসান মাহমুদ। আছেন তাসকিন ও তানজিম সাকিব।
রিশাদ হোসেন নেই একাদশে, আছেন তানভির ইসলাম।
আজকের একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।