ফের বদল হচ্ছে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক, কী চলছে পিসিবির অভ্যন্তরে?

পিসিবি চেয়ারম্যানও বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখিয়ে মাইক হেসনের চিঠিটি নির্বাচক কমিটি এবং উপদেষ্টা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
(বাঁ থেকে) বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান
(বাঁ থেকে) বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান |গ্রা

ফের বদল হচ্ছে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক। এরই মধ্যে দলটির হোয়াইট বল ক্রিকেটের প্রধান কোচ মাইক হেসন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে একটি বৈঠকের সুপারিশ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) জিও নিউজ জানিয়েছে, আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে কে দলটির নেতৃত্ব দেবেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখন পর্যন্ত সে সিদ্ধান্ত নিতে পারেনি।

মাইক হেসন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বরাবর একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি সুপারিশ করেছেন যে, অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাচক কমিটি ও উপদেষ্টা কমিটির একটি বৈঠক ডাকা উচিৎ।

পিসিবি চেয়ারম্যানও বিষয়টিতে ইতিবাচক মনোভাব দেখিয়ে মাইক হেসনের চিঠিটি নির্বাচক কমিটি এবং উপদেষ্টা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছেন।

বলে রাখা ভালো যে, পাকিস্তান ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনিই কি অধিনায়ক থাকবেন নাকি তার স্থানে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে, সে ব্যাপারটি সিদ্ধান্ত হতে পারে সোমবার (২০ অক্টোবর) পিসিবির মিটিংয়ে।

পিসিবির একটি সূত্র বলছে, মোহাম্মদ রিজওয়ানের বদলে শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হতে পারে এবং আফ্রিদিই অধিনায়ক হওয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন।

শাহিন আফ্রিদি ছাড়াও অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম ও বর্তমান টি-২০ অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তানের আরেকটি সংবাদমাধ্যম অবশ্য এক্ষেত্রে আগাকে এগিয়ে রেখেছেন।

ওই সূত্রটি আরো জানিয়েছে, নতুন অধিনায়ক কে হবেন, সে বিষয়ে প্রাথমিক আলোচনা এরই মধ্যে শেষ হয়েছে। এর মধ্যে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা এক ক্রিকেটারের সাথে পিসিবি গত কয়েকদিন ধরে কথাবার্তা জারি রেখেছে।

অধিনায়ক হওয়ার শক্তিশালী প্রার্থী ওই ক্রিকেটার দায়িত্ব নেয়ার আগে পিসিবিকে একটি শর্ত জুড়ে দিয়েছেন। তা হলো- ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনি তার দায়িত্বের পূর্ণ গ্যারান্টি চেয়েছেন এবং স্বাধীনভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্র : জিও নিউজ