টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত যাওয়ার ভিসা পাচ্ছেন না ইতালি-যুক্তরাষ্ট্রসহ ৫ দেশের ক্রিকেটাররা

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে নতুন এই জটিলতায় পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

দীর্ঘদিন ধরেই ভারত সফরে যায় না পাকিস্তান দল। অন্যদিকে এবার ভারত সফর থেকে নিজেদের সরিয়ে নিল বাংলাদেশ। এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতেও ভারতে যাচ্ছে না এই দুই দল।

এদিকে, ইচ্ছা থাকা সত্ত্বেও ভারতে যেতে পারছে না আরো পাঁচ দেশের ক্রিকেটাররা। ভিসা জটিলতায় পড়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও আরব আমিরাতের বেশ কয়েকজন ক্রিকেটার।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে তার আগে নতুন এই জটিলতায় পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।

জানা গেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার থাকায় ভারতের ভিসা জটিলতায় পড়েছে এই পাঁচ দেশ। যা নিয়ে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিলেও এখনো কোনো জবাব মেলেনি।

এসব দেশের ক্রিকেট বোর্ড বিষয়টি সমাধানের জন্য আইসিসি ও ভারতকে চিঠি দিয়েছে ইতোমধ্যেই। কিন্তু এখনো ইতিবাচক বার্তা দেয়নি তাদের কেউ। ফলে বৈশ্বিক এই টুর্নামেন্ট আয়োজনে জটিলতা বাড়ছেই।

এই বিশ্বকাপে প্রথমবার খেলতে নামা ইতালি সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। দেশটিতে ক্রিকেট খেলেন মূলত অভিবাসী ক্রিকেটাররা, যাদের মাঝে অধিকাংশই পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়।

ভারত তাদের ভিসা দিতে অনাগ্রহ দেখানোয় দল গঠনের বিষয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতালির। বাকি চার দেশের দলেও আছেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। এমতাবস্থায় চাপে সম্ভাবনাময় এই দলগুলো।

এমতাবস্থায় দলগুলো ফের যৌথভাবে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে।