ধবলধোলাই এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে ধবলধোলাই এড়াতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট টিম
বাংলাদেশ ক্রিকেট টিম |সংগৃহীত

টানা চারটি সিরিজ জিতে টি-টোয়েন্টিতে যেন উড়ছিল বাংলাদেশ। তবে ঘরের মাঠে সেই ধারা অব্যাহত রাখা গেল না। চট্টগ্রামে এক ম্যাচ হাতে রেখেই ক্যারিবীয়দের কাছে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ১৬ ও ১৪ রানে হারে বাংলাদেশ। ফলে ধবলধোলাইয়ের শঙ্কায় টাইগাররা। আজ শুক্রবার সিরিজের শেষ ম্যাচটা তাই রূপ নিয়ে মান বাঁচানোর লড়াইয়ে।

ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।

অথচ রেকর্ড সিরিজ জয়ের খুব কাছেই ছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজ জিততে পারলে ইতিহাস গড়ত টাইগাররা। এর আগে কখনো যা কখনো পারেনি তারা।

অথচ বাংলাদেশ সিরিজ শুরু করেছিল ফেবারিটের তকমা নিয়ে। ওয়ানডে সিরিজে সফরকারীদের হারিয়েই টি-টোয়েন্টির মিশনে নেমেছিল লিটন দাসের দল। শক্তি, সামর্থ্য বা ইতিহাস, সব দিকেই এগিয়ে ছিল টাইগাররা।

এমনকি গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে স্বাগতিক দলকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের সুখস্মৃতি থেকে টনিক নিতে পারেনি বাংলাদেশ। ঘরের মাঠে ধবলধোলাইয়ের বদলা বাংলাদেশ সফরে এসে নিল ক্যারিবীয়রা।

২-০-তে এগিয়ে থাকা ড্যারেন সামির শিষ্যদের মিশন মধুর প্রতিশোধ, হোয়াইট ওয়াশের বদলা হোয়াইট ওয়াশ। অথচ টি-টোয়েন্টিতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের।

বাংলাদেশ সফরে আসার আগ নেপালের মতো দলের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে তারা। এই সিরিজ শুরুর আগে শেষ ১৫ ম্যাচে তাদের জয় ছিল মাত্র ৩টি, সেই দলটির কাছেই কিনা হারতে হলো টি-টোয়েন্টি সিরিজ!

সব মিলিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে। ২ ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বাংলাদেশকে এমন জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। বিশেষ করে মিডলঅর্ডারে দীর্ঘদিন ধরে যে রানখরা চলছে সেখান থেকে বের হয়ে আসতে হবে তাওহীদ হৃদয়-জাকের আলি-শামীমদের।

আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আর মাত্র চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।