জমে উঠেছে পার্থ টেস্ট, লিড নিয়েছে ইংল্যান্ড

পার্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ১৩২ রানে অলআউট হয়ে ইংল্যান্ডকে ৪০ রানের লিড দিয়েছে; প্রথম দিনের ১৯ উইকেট পতনের ঘটনা অ্যাশেজ ইতিহাসে বিরল।

নয়া দিগন্ত অনলাইন
পার্থ টেস্ট
পার্থ টেস্ট |সংগৃহীত

জমে উঠেছে অ্যাশেজ। বোলাররা কঠিন করে তুলেছেন লড়াই। মাত্র ১৭২ রানের পুঁজি নিয়েও ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ১৩২ রানেই।

প্রথম দিনেই পতন হয় দু’দলের ১৯ উইকেট, যা শতবছরের অ্যাশেজ ইতিহাসে আগে ঘটেনি। শনিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি ৩২ বলের মাঝেই তুলে নেয় ইংলিশরা।

ব্রাইডন কার্সের তৃতীয় শিকারে পরিণত হন নাথান লায়ন (৪)। সব মিলিয়ে বেন স্টোকস সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন। ৩টি উইকেট ব্রাইডন কার্স ও ২টি উইকেট গেছে জোফরা আর্চারের ঝুলিতে।

গতকাল পার্থে প্রথম ইনিংসে মিচেল স্টার্কের ৭ উইকেটে ১৭২ রানে অলআউট হয় ইংল্যান্ড। অ্যাশেজে শেষবার দু’দলই প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়েছিল ১৯৯০-৯১ মৌসুমে, গ্যাবায়।

অস্ট্রেলিয়ার ১৩২ রান এই শতাব্দীতে ঘরের মাঠে তাদের দ্বিতীয় সর্বনিম্ন প্রথম ইনিংস। এর আগে ২০১০-১১ মৌসুমে ৯৮ রানে অলআউট হয়েছিল অজিরা।

এদিকে দু’দলের প্রথম ইনিংস মোট ৭৮.১ ওভারেই শেষ হয়েছে। অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সম্মিলিত প্রথম ইনিংস এটি। এর চেয়ে কম ওভার লেগেছিল কেবল মেলবোর্ন ১৯০২ টেস্টে, (৪৭.৫ ওভার)।