তামিমের নেতৃত্বে আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ

পুরো সিরিজ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

নয়া দিগন্ত অনলাইন
রোববার হয়েছে বাংলাদেশের দল ঘোষণা
রোববার হয়েছে বাংলাদেশের দল ঘোষণা |সংগৃহীত

সপ্তাহ দুয়েক আগেই আফগানিস্তানের কাছে ওয়ানডেতে ধবলধোলাই হয়ে ফিরেছে বাংলাদেশ। যে লজ্জার রেশ এখনো কাটেনি। তবে এর মাঝেই আবারো আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।

তবে জাতীয় দল নয়, সিরিজটি হবে যুবাদের মাঝে। ২৮ অক্টোবর থেকে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জুনিয়র টাইগাররা। পুরো সিরিজ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে।

গত ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছেছে আফগান যুবারা। ইতোমধ্যে বগুড়ায় পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। তবে একটু দেরিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছে বাংলাদেশের যুবারা। রোববার হয়েছে তাদের দল ঘোষণা।

২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ৫ ম্যাচ সিরিজের জন্য আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক),জাওয়াদ আবরার, মো. সামিউন বাসির, দেবাশীষ সরকার, রিজান হাসান, আল ফাহাদ, শাদিন ইসলাম, আব্দুল্লাহ, ফারিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মো. সবুজ, মো. রাফি উজ জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।