আইসিসির সভাতেও হয়নি এশিয়া কাপের নিষ্পত্তি, গঠন হচ্ছে কমিটি

নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, দুবাইয়ে এসিসি কার্যালয়ে গিয়ে সূর্যকুমার যাদবদকেই ট্রফি তার কাছ থেকে গ্রহণ করতে হবে। এসিসি কর্মীদেরও নির্দেশ দিয়েছেন, তার অনুমোদন ছাড়া ট্রফি সরানো যাবে না।

নয়া দিগন্ত অনলাইন
এশিয়া কাপের ট্রফি এখনো হাতে পায়নি ভারত
এশিয়া কাপের ট্রফি এখনো হাতে পায়নি ভারত |ইন্টারনেট

এখনো কঠোর অবস্থানে মহসিন নাকভি, আনুষ্ঠানিকতা ছাড়া ট্রফি বুঝিয়ে দিতে নারাজ তিনি। আইসিসির সভাতেও মেলেনি ‘এশিয়া কাপ’ বিতর্কের সমাধান। এমতাবস্থায় গঠন করা হতে পারে একটি বিশেষ কমিটি।

দুবাইয়ে শুক্রবার ছিল আইসিসির ত্রৈমাসিক সভার শেষ দিন। প্রথম কিছুদিন উপস্থিত না থাকলেও অনেক সংশয়ের পর সবাইকে চমকে দিয়ে শেষ দিনে হাজির হন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি।

তবে জানা গেছে, এশিয়া কাপ ট্রফি নিয়ে জোরদার কোনো আলোচনা হয়নি। আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এশিয়া কাপের ট্রফি ইস্যু ছিল না। অনেকটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রেখেই সবার সামনে তোলা হয় ট্রফি বিতর্কের ঘটনা।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এসিসি চেয়ারম্যান জোরপূর্বক ট্রফিটি নিজের কাছে রেখে দিয়েছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বেশ জোর দিয়েই বলেছেন, শিগগিরই এশিয়া কাপের ট্রফি ভারতকে বুঝিয়ে দিতে হবে।

তবে এই আলোচনার পুরোটাই ছিল অনানুষ্ঠানিক। মূলত বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিদের আড্ডার মাঝে এই বিষয় উত্থাপন করা হয়েছে। যেখানে সবাই জানিয়েছেন, দ্রুতই এই ট্রফি বিতর্কের সমাধান হওয়া উচিত।

আলোচনার এক পর্যায়ে একটি কমিটি গঠনের প্রস্তাব আসে, যদিও সভার শেষ পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে। শোনা যাচ্ছে, ওমান ক্রিকেট বোর্ডের প্রধান পঙ্কজ খিমজির নেতৃত্বে গঠিত হবে কমিটিটি।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে জেতে ভারত। কিন্তু এখনো তারা ট্রফি হাতে পায়নি। পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় বিসিসিআই।

নাকভিও নিজের অবস্থান থেকে সরে আসেননি, নিজ হাতেই তুলে দিতে চান ট্রফি। এমতাবস্থায় এখনো ট্রফি হাতে পায়নি ভারত। ভারতের পক্ষ থেকে যদিও বেশ কয়েকবার ট্রফি চাওয়া হয়েছে।

তবে নাকভি সাফ জানিয়ে দিয়েছেন, দুবাইয়ে এসিসি কার্যালয়ে গিয়ে সূর্যকুমার যাদবদকেই ট্রফি তার কাছ থেকে গ্রহণ করতে হবে। এসিসি কর্মীদেরও নির্দেশ দিয়েছেন, তার অনুমোদন ছাড়া ট্রফি সরানো যাবে না।