আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ

প্রথম ২ ম্যাচের জন্য বাংলাদেশের দল ঘোষণা, ২ পরিবর্তন

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ টি-২০ দল
বাংলাদেশ টি-২০ দল |ফাইল ছবি

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এখন তাদের বিরুদ্ধে তিন ম্যাচে টি-২০ সিরিজ খেলবে টাইগাররা। ওই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিসিবি ঘোষিত দলে সর্বশেষ খেলা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন আনা হয়েছে। স্কোয়াডে নেই পেসার তাসকিন আহমেদ ও ব্যাটিং অলরাউন্ডার শামিম হোসেন।

শামিম ও তাসকিনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদ ও উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন অঙ্কন।

আগামী ২৭ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম।

বাংলাদেশ স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন।