পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে ভারত যে অসৌজন্যমূলক আচরণ করেছে, তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। একইসাথে সংস্থাটি জানিয়েছে, গত ম্যাচের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ করা না হলে পাকিস্তান এশিয়া কাপে আর কোনো ম্যাচ খেলবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) জিও নিউজ জানিয়েছে, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছেন, এরই মধ্যে আমরা পিসিবির পক্ষ থেকে এ বিষয়ে আইসিসি বরাবর অভিযোগ করেছি। আসলে অ্যান্ডি পাইক্রফট ক্রিকেটের স্পিরিট ও চেতনার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন।
পিসিবি চেয়ারম্যান আরো বলেন, ম্যাচ রেফারি কর্তৃক আইসিসির আচরণবিধি লঙ্ঘনের কারণে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। পিসিবি এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।
রোববারের ম্যাচে টসের আগে, অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান ও ভারত- দুই দলের অধিনায়ককে করমর্দন করতে নিষেধ করেন। তখন এর তীব্র সমালোচনা করেন পাকিস্তানের টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা।
শুধু তাই নয়; এরও আগে, ম্যাচ রেফারি পাইক্রফট পাকিস্তানের মিডিয়া ম্যানেজারকে হাত না মেলানোর দৃশ্য রেকর্ড করতেও নিষেধ করে দেন।
ম্যাচ শেষে, পাকিস্তানি টিম ম্যানেজার নাভিদ আকরাম চিমা টুর্নামেন্ট পরিচালক অ্যান্ড্রু রাসেলের কাছে তার আপত্তি প্রকাশ করেন। এর জবাবে অ্যান্ড্রু রাসেল বলেন, আমরা ভারতীয় বোর্ডের কাছ থেকে নির্দেশনা পেয়েছি এবং একটু পর তিনি বলেন যে, এগুলো আসলে ভারত সরকারের নির্দেশ।
সূত্র : জিও নিউজ