সুপার ওভারে নেই রিশাদ, অবাক করেছে ওয়েস্ট ইন্ডিজকেও

আগের ম্যাচে করেছিলেন ১৩ বলে ২৬ রান। আজ ছাড়িয়ে গেলেন সেই ইনিংসটাও, হয়ে উঠলেন আরো বিধ্বংসী। ১৪ বলে রিশাদ হোসেন করলেন ১৪ বলে অপরাজিত ৩৯ রান, ছিল ৩টি ছক্কা।

নয়া দিগন্ত অনলাইন
রিশাদ হোসেন
রিশাদ হোসেন |সংগৃহীত

নানা নাটকীয়তার পর যদিও শেষ হয়েছে ম্যাচ, হেরেই গেছে বাংলাদেশ। তবে রেখে গেছে অনেক প্রশ্ন। যেখানে সবচেয়ে বড় প্রশ্ন— সুপার ওভারে কেন দেখা যায়নি রিশাদ হোসেনকে? যা অবাক করেছে প্রতিপক্ষকেও।

আগের ম্যাচে করেছিলেন ১৩ বলে ২৬ রান। আজ ছাড়িয়ে গেলেন সেই ইনিংসটাও, হয়ে উঠলেন আরো বিধ্বংসী। ১৪ বলে রিশাদ হোসেন করলেন ১৪ বলে অপরাজিত ৩৯ রান, ছিল ৩টি ছক্কা।

ব্যাট হাতে বাকিরা যখন যবুথবু, আটকা পড়ে আছে মিরপুরের ধাঁধায়; তখন দুই ম্যাচেই কেবল তিনিই ছিলেন সাচ্ছন্দ্যে, রান করেছেন অবলীলায়। তবুও যেন রিশাদ মন জিততে পারেননি কোচ-অধিনায়কের!

না হয় কেন সুপার ওভারে রিশাদকে ব্যবহারই করবে বা বাংলাদেশ! কেন ৬ বলে ১১ রানের সমীকরণ মেলাতে তার শরণাপন্ন হবে না দল? যা নিয়ে ম্যাচশেষে বিস্ময় প্রকাশ করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলও।

আকিল হোসেন বলেই দিলেন, ‘সুপার ওভারে রিশাদ না থাকায় তাদের কাজ সহজ হয়ে গেছে।’

সংবাদ সম্মেলনে এসে বলেন- ‘আমি অবাক হয়েছি রিশাদকে না দেখে। ম্যাচে সে-ই তো সবচেয়ে বেশি ঝড় তুলেছে।’

‘মাত্র ১৪ বলে ৩৯ রান করেছে ও অপরাজিত ছিল। কিন্তু সে আপনার সুপার ওভারে নেই! যেখানে সে কিনা মাঠের ছোট প্রান্তে মারার সুযোগ পেত। মূল ম্যাচেও ২টি ছক্কা মেরেছে সেদিকে। এটি অবশ্যই আমাদের পক্ষে কাজ করেছে।’

পরে আবারো একই কথা পুনরাবৃত্তি করে আকিল বলেন, ‘আমরা অবাক হয়েছিলাম যে তাকে সুপার ওভারে একদমই নামাল না। অথচ সে পাওয়ার হিটিং করছিল। লম্বা হওয়ায় তার কাজটাও সহজ ছিল। কিন্তু তারা তাকে নামায়নি। যা আমাদের জন্য ভালো ছিল।’

যা নিয়ে ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী মিরাজের কাছেও প্রশ্ন ছিল। কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে সংবাদ সম্মেলনে এসে সৌম্য সরকার এর পেছনের কারণ হিসেবে বলেন, ‘কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত ছিল এটি।’

বাঁহাতি এই ওপেনার বলেন, ‘হ্যাঁ, এটা রিশাদকে সুপার ওভারে না পাঠানো কোচ আর অধিনায়ক পরিকল্পনা ছিল। এটা তাদের পরিকল্পনার একটা অংশ ছিল। তারা চিন্তা করেছে যে, মূল ব্যাটারদের পাঠাবে এই সময়ে।’

এমন সিদ্ধান্তের পেছনে কারণটাও বোঝানোর চেষ্টা করেন সৌম্য। বলেন, ‘বাঁহাতি স্পিনাররা বল করছিল। তাই বাঁহাতি ব্যাটার উইকেটে যাওয়ার চিন্তা করাই সবচেয়ে ভালো। হয়তো এটি ভেবেই তারা সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, মঙ্গলবার (২১ অক্টোবর) নিজেদের দীর্ঘ ক্রিকেট ইতিহাসের প্রথম ‘টাই’ ম্যাচ খেলে বাংলাদেশ। মিরপুরে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে টাইগাররা। পরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে ৯ উইকেট তুলে ফেলে সমান ২১৩ রান।

তিন সংস্করণ মিলিয়েই এটি ছিল বাংলাদেশের প্রথম টাই। ম্যাচ গড়ায় তাই সুপার ওভারে। যেখানে আগে ব্যাট করে ১০ রান করে ক্যারিবীয়রা। যা তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরে যায় স্বাগতিকেরা।