দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে জয়ের আরো কাছে বাংলাদেশ

সিলেট টেস্টে আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪৩, ইনিংস হার এড়াতে আরো ১৫৮ রান দরকার। দিনের শুরুতেই বাংলাদেশ উইকেট তুলে নিয়ে জয়ের খুব কাছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের চতুর্থ দিন চলছে
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের চতুর্থ দিন চলছে |নয়া দিগন্ত

সিলেট টেস্টের প্রথম তিন দিনই চালকের আসনে ছিল বাংলাদেশ। আজ শুক্রবার চতুর্থ দিনের শুরুটাও মন্দ হয়নি। দিনের শুরুতেই এসেছে উইকেট। জয়ের জন্য আর মাত্র ৪ উইকেট প্রয়োজন টাইগারদের।

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস নিয়েই বৃহস্পতিবার সিলেট টেস্টের তৃতীয় দিনটা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৮৬ রানে আইরিশদের ৫ উইকেট তুলে নেয় টাইগাররা।

চতুর্থ দিন মাঠে নেমে সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি, চেষ্টা করেও জুটি বড় করতে পারেননি এন্ডি ম্যাকব্রিনি ও ম্যাথু হামফ্রিস। দলীয় ১১৬ রানে ষষ্ঠ উইকেট হারায় আইরিশরা।

তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন হামফ্রিস। তিনি করেন ১৬ রান। এই মুহূর্তে অধিনায়ক এন্ড্রু বালবির্নিকে নিয়ে ইনিংস টানছেন ম্যাকব্রিনি। জুটি গড়ার চেষ্টায় আছেন।

৪৫ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ১৪৩ রান। ইনিংস হার এড়াতে আরো ১৫৮ রান করতে হবে আয়ারল্যান্ডকে।

উল্লেখ্য, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সিলেটে খেলছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। যেখানে টসে জিতে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৮৬ রান করে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ৫৮৭ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

১৭১ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়, সেঞ্চুরি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ফলে ৩০১ রানের লিড পায় টাইগাররা।