ভারতীয় জ্যোতিষীর চমকপ্রদ দাবি- এশিয়া কাপের শিরোপা জিতবে পাকিস্তান

‘এমন আসরে মাঝে মাঝে দুর্বল দলও অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারে। যদি ভারত ফাইনালে হেরে যায়, তবে তা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য একটি বড় সতর্কবার্তা হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় জ্যোতিষীর চমকপ্রদ দাবি—এশিয়া কাপের শিরোপা জিতবে পাকিস্তান
ভারতীয় জ্যোতিষীর চমকপ্রদ দাবি—এশিয়া কাপের শিরোপা জিতবে পাকিস্তান |সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি যখন মাঠের খেলায় নিবদ্ধ, তখন এক ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভারতের খ্যাতিমান জ্যোতিষী গ্রিনস্টোন লোবো বলেছেন, এবারের ফাইনালে জয় পাবে পাকিস্তান, ভারত নয়। যদিও এখন পর্যন্ত ভারত অপরাজিত থেকে পাকিস্তানকে দুইবার পরাজিত করেছে, তবুও লোবোর মতে- ভাগ্য ও নক্ষত্রের হিসেবে পাকিস্তানের অবস্থানই শক্তিশালী।

তিনি বলেন, পাকিস্তানি অধিনায়ক সালমান আলি আগার নক্ষত্র এখন সুদৃঢ় অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের ভাগ্য এতটা শক্তিশালী নয়। ফলে পাকিস্তানের সম্ভাবনা অনেক বেশি।

লোবো এশিয়া কাপকে ছোট একটি টুর্নামেন্ট আখ্যায়িত করে বলেন, এমন আসরে মাঝে মাঝে দুর্বল দলও অপ্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারে। যদি ভারত ফাইনালে হেরে যায়, তবে তা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য একটি বড় সতর্কবার্তা হবে।

তবে লোবো স্বীকার করেছেন, খেলোয়াড়দের জন্মতারিখ শতভাগ নির্ভুলভাবে না জানার কারণে এই পূর্বাভাস নিশ্চিত নয়। দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।

সূত্র : জিও নিউজ