পেহেলগামে নিহতদের জয় উৎসর্গ করায় ভারতীয় অধিনায়ককে আইসিসির হুঁশিয়ারি

আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তার নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। সূর্য জানিয়েছেন, তিনি কোনো অপরাধ করেননি। এবার বাকিটা রিচার্ডসনের হাতে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান-ভারত ম্যাচের দৃশ্য
পাকিস্তান-ভারত ম্যাচের দৃশ্য |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

অবশেষে পাকিস্তানের অভিযোগকে গুরুত্ব দিয়েছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচের পর পেহেলগামে হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে মন্তব্য করেছিলেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। তার বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই অভিযোগের শুনানিতে ভারত অধিনায়ককে হুঁশিয়ারি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। সেগুলো জানিয়েছে, তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি আইসিসি। তবে সূত্রের খবর, সূর্যকে ভবিষ্যতে রাজনৈতিক মন্তব্য করতে নিষেধ করেছে আইসিসি।

শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচের আগেই সূর্যকে নিয়ে রায় জানাতে পারে আইসিসি। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হতে পারে। একটি ডিমেরিট পয়েন্টও পেতে পারেন ভারত অধিনায়ক।

আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের সামনে হাজিরা দিয়েছেন সূর্য। তার নিজের যা বলার ছিল তা বলেছেন ভারত অধিনায়ক। সূর্য জানিয়েছেন, তিনি কোনো অপরাধ করেননি। এবার বাকিটা রিচার্ডসনের হাতে।

গ্রুপ পর্বে পাকিস্তানকে হারানোর পর সেই জয় পেহেলগামে হামলায় নিহতদের উৎসর্গ করেছিলেন ভারতের অধিনায়ক। কুর্নিশ করেছিলেন ভারতের সশস্ত্র বাহিনীকে। পিসিবির মতে, রাজনৈতিক মন্তব্য করেছেন সূর্য। তাকে শাস্তি দেয়ার আবেদন করা হয়েছিল। এখন দেখার, রিচার্ডসন এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন।