বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-২০

আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

নয়া দিগন্ত অনলাইন
আজ দারুণ ব্যাট করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল
আজ দারুণ ব্যাট করেছেন ভারতীয় ওপেনার শুভমান গিল |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

বুধবার ক্যানবেরায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। ওপেনার অভিষেক শর্মাকে হারিয়ে প্রথম ৫ ওভারে ৪৩ রান তুলে টিম ইন্ডিয়া। এরপর বৃষ্টিতে ৪০ মিনিট খেলা বন্ধ থাকলে ম্যাচটি ১৮ ওভারে নেমে আসে।

পুনরায় ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলতে থাকেন ভারতের আরেক ওপেনার শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব। এতে ৯.৪ ওভারে ৯৭ রান পেয়ে যায় ভারত।

এরপর আবারো বৃষ্টিতে খেলা বন্ধ হলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

এ সময় গিল ২০ বলে ৩৭ এবং সূর্য ২৪ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার পেসার ন্যাথান এলিসের শিকার হবার আগে ১৪ বলে ১৯ রান করেন অভিষেক।

আগামী ৩১ অক্টোবর মেলবোর্নে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।