বাবরের ফিফটির রেকর্ড, পাকিস্তানের সিরিজ জয়

বিরাট কোহলিকে ছাপিয়ে বাবর আজমের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪০ ফিফটির রেকর্ড। ৬৮ রানের ইনিংসে পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ জেতান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় পাকিস্তানের
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জয় পাকিস্তানের |সংগৃহীত

আগের ম্যাচে ভেঙেছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড, এবার সর্বোচ্চ ফিফটির রেকর্ডটাও নিজের করে নিলেন বাবর আজম। বিরাট কোহলিকে ছাপিয়ে ৪০তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।

বাবরের এমন কীর্তিতে শনিবার রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। প্রোটিয়াদের ১৩৯ রানে বেঁধে ফেলার পর এক ওভার বাকি রেখেই জিতেছে পাকিস্তান।

প্রথম দুই ম্যাচ ১-১ সমতায় থাকায় সিরিজের শেষ ম্যাচটা রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ হাসি পাকিস্তানের। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকেরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের নায়ক বাবর আজম। ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এই ফিফটি করে দারুণ এক রেকর্ড গড়েছেন এই পাকিস্তানি। ২০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ ফিফটি এখন তার।

বাবরের রেকর্ডের দিনের লজ্জায় পড়তে হয়েছে সাইম আইয়ুবকে। লক্ষ্য তাড়ায় শুরুতেই ‘ডাক’ মেরে ফেরেন সাইম আইয়ুব। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে সর্বোচ্চ ডাকের মালিক এখন তিনি।

৪৯ ইনিংসে ১০ বার শূন্য রান করে বিব্রতকর এই রেকর্ডে ছুঁয়েছেন উমর আকমলকে। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য দলের ব্যাটারদের মাঝে এক বছরে সর্বোচ্চ ডাকও (৭ বার) এখন সায়েম আয়ুবের।

সাইম দ্রুত ফিরলেও পাকিস্তানকে পথ হারাতে দেননি বাবর। সাহিবজাদা ফারহান (১৯) আউট হওয়ার পর সালমান আলি আগাকে ৭৬ রানের জুটিতে সহজ জয়ের দিকে ছুটেন তিনি। সালমান ফেরেন ২৬ বলে ৩৩ করে।

স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই অধিনায়কের পথ ধরেন বাবরও। বশের দ্বিতীয় শিকার হন তিনি। দলীয় ১৩৩ ও ১৩৪ রানে পাকিস্তানের আরো ২টি উইকেট তুলে ম্যাচ খানিকটা জমিয়ে তোলে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ রক্ষা হয়নি। আর কোনো ভুল না করে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংস বেশি দূর আগায়নি। ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান।

পাকিস্তানি হয়ে শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। ফাহিম আশরাফ ও ওসমান তারিক নেন ২টি করে উইকেট।