নারী বিশ্বকাপ

সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের কাছে হেরে গেছে ৪ উইকেটে। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৪৬.১ ওভারে থ্রি লায়ন্সরা নিশ্চিত করেছে জয়।

নয়া দিগন্ত অনলাইন
ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
ইংল্যান্ডের কাছে হারল বাংলাদেশ |সংগৃহীত

ভালো পুঁজি নেই, তবুও লড়াই চালিয়ে যান ফাহিমা-মারুফারা। তাদের আক্রমণে কেঁপে ওঠে ইংলিশরা। ফেরে উত্তেজনা, বাড়তে থাকে ম্যাচে ফেরার সম্ভাবনা। তবে সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের কাছে হেরে গেছে ৪ উইকেটে। ১৭৮ রানের লক্ষ্য তাড়ায় ৪৬.১ ওভারে থ্রি লায়ন্সরা নিশ্চিত করেছে জয়।

১৭৯ রানের ছোট লক্ষ্য, প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড-এমতাবস্থায় জিততে পারে বাংলাদেশ, এমনটা হয়তো ভাবেনি কেউ। তবে টাইগ্রেসরা হাল ছাড়েনি। লড়াই করেছে অনেকটা পথ।

২২.১ ওভারে মাত্র ৭৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে জমিয়ে তুলে লড়াই। একটা সময় মনে হচ্ছিল, হয়তো অঘটন ঘটেও যেতে পারে। তবে সেই স্বপ্ন ভেঙে দিয়েছেন হ্যাথার নাইট, খেলেন ১১১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস।

দলকে জেতাতে ষষ্ঠ উইকেট জুটিতে এলিস ক্যাপ্সির সাথে প্রথমে জুটি গড়েন নাইট। ক্যাপ্সি ফেরেন ৩৪ বলে ২০ রানে। ১০৩ রানে ৬ উইকেট হারায় ইংলিশরা। তখনো সুযোগ ছিল ম্যাচে ফেরার। তবে তা আর হয়নি।

সপ্তম উইকেট জুটিতে চার্লি ডিনকে নিয়ে ১০০ বলে ৭৯* রানের জুটি গড়ে সব সম্ভাবনা নষ্ট করে দেন নাইট। ৫৬ বলে ২৭ রানে অপরাজিত থাকেন ডিন। তাতে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ডের মেয়েরা।

মারুফা ২৮ রানে ২ ও ফাহিমা মাত্র ১৬ রানে নেন ৩ উইকেট। অন্যটা নেন মেঘলা। তবে তাদের এই প্রচেষ্টা জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে, গুয়াহাটিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ধসের মুখে পড়ে টাইগ্রেসরা, যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে দুই জয়ের নায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুবিয়া হায়দারকে এদিন থিতু হতেই দেয়নি ইংলিশরা, ৫.৩ ওভারে ২৫ রানের ভেতর ফেরেন তারা। রুবিয়া ৪ ও জ্যোতি ফেরেন কোনো রান না করেই।

ভালো খেলতে থাকা শারমিন আক্তার ইনিংস বড় করতে পারেননি। ১৫.৩ ওভারে ৫২ বলে ৩০ করে আউট হন তিনি। দলীয় রান তিন অঙ্কে যাবার আগে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। তবে একপ্রান্ত ধরে খেলতে থাকেন সোবহানা।

তাকে রেখেই একে একে আউট হন রিতু মনি (৫), ফাহমিদা খাতুন (৭) ও নাহিদা আক্তার (১)। ৪৩ ওভারে ১৩০ রানে ৭ উইকেট হারায় দল। তবে এর মাঝেই ৯০ বলে ফিফটি তুলে নেন সোবহানা।

সোবহানার একক লড়াই শেষ হয় ৪৬.৫ ওভারে। ১০৮ বলে ৬০ রানে আউট হন তিনি। তবে এটাই বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় সেরা ইনিংস, গত বিশ্বকাপে সর্বোচ্চ ৭১ রান করেছিলেন ফারজানা।

বাংলাদেশের রান দেড় শ’ পেরোতে বড় ভূমিকা রাখেন রাবেয়া খান। ২৭ বলে অপরাজিত ৪৩ রানের ঝড়ো এক ইনিংস উপহার দেন তিনি। যেখানে ছিল ৬ চার ও ১ ছয়।

তবে অন্যপ্রান্ত থেকে সবাই আউট হয়ে যাওয়ায় ৪৯.৪ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সেরা সংগ্রহ। সর্বোচ্চ ২৩৪/৭ রান এসেছিল গত বিশ্বকাপে, পাকিস্তানের বিপক্ষে।

এদিকে ইংল্যান্ডের হয়ে সোফি ২৪ রানে ৩ উইকেট নেন। এছাড়া জোড়া উইকেট করে নেন লিন্সে স্মিথ, চার্লি ডিন ও এলিস ক্যাপ্সি।