অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে বিপাকে ইংল্যান্ড

অ্যাডিলেডে প্রথম দিন শেষে ক্যারির ১০৬ রানের ওপর ভর করে ৮৩ ওভারে ৮ উইকেটে ৩২৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দিন শেষে মিচেল স্টার্ক ৩৩ ও নাথান লিঁও শূনহাতে অপরাজিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির সেঞ্চুরিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩৭১ রান অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ২৩১ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে এখনো ১৫৮ রানে পিছিয়ে ইংলিশরা।

অ্যাডিলেডে প্রথম দিন শেষে ক্যারির ১০৬ রানের ওপর ভর করে ৮৩ ওভারে ৮ উইকেটে ৩২৬ রান তুলেছিল অস্ট্রেলিয়া। দিন শেষে মিচেল স্টার্ক ৩৩ ও নাথান লিঁও শূনহাতে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন সকালের সেশনে আরো ৮.২ ওভার খেলে আরো ৪৫ রান যোগ করে প্রথম ইনিংসে ৩৭১ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্টার্ককে ৫৪ ও লিঁওকে ৯ রানে আউট করেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার।

৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন আর্চার। ১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি।

দীর্ঘ ৬ বছর ও ১৯ ইনিংস পর পাঁচ উইকেটের দেখা পেলেন আর্চার। সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০২ রানে ৫ উইকেট নিয়েছিলেন এই ডান-হাতি পেসার।

অস্ট্রেলিয়ার ইনিংস শেষে ব্যাট হাতে নেমে ৩৭ রানের সূচনার পর ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৭১ রানে রুট ফিরলে, চতুর্থ উইকেট হারায় সফরকারীরা। এ সময় দুই ওপেনার জ্যাক ক্রলি ৯ ও বেন ডাকেট ২৯, ওলি পোপ ৩ এবং রুট ১৯ রান করেন।

পঞ্চম উইকেটে ১১৯ বলে ৫৬ রানের জুটিতে ইংল্যান্ডকে চাপমুক্ত করার চেষ্টা করেন হ্যারি ব্রুক ও অধিনায়ক বেন স্টোকস। ২টি চার ও ১টি ছক্কায় ৪৫ রান করা ব্রুককে শিকার করে জুটি ভাঙেন পেসার ক্যামেরুন গ্রিন।

ষষ্ঠ উইকেটে স্টোকস-জেমি স্মিথ জুটি ৩২ রান যোগ করার পর দ্রুত ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনই গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে ইংল্যান্ড। ১৬৮ রানে অষ্টম উইকেট পতন হয় তাদের। কিন্তু নবম উইকেটে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে ইংল্যান্ডকে অলআউটের হাত থেকে রক্ষা করেন স্টোকস ও আর্চার।

স্টোকস ৪৫ ও আর্চার ৩০ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ৩টি, স্কট বোল্যান্ড ও লিঁও ২টি করে উইকেট নেন।