আবারো স্থগিত হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। ২০১৩ সালের পর এবারই প্রথম ভারত সফরের সুযোগ এসেছিল টাইগ্রেসদের। তবে প্রায় এক যুগেরও বেশি সময় পর সুযোগ তৈরি হলেও সেটা এখন অনিশ্চয়তার মুখে।

নয়া দিগন্ত অনলাইন
২০১৩ সালের পর এবারই প্রথম ভারত সফরের সুযোগ এসেছিল টাইগ্রেসদের
২০১৩ সালের পর এবারই প্রথম ভারত সফরের সুযোগ এসেছিল টাইগ্রেসদের |ইন্টারনেট

তিক্ততা বাড়ছে বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কে। আবারো বাংলাদেশের সাথে সিরিজ স্থগিত করার পথে ভারত। জানা গেছে, সরকারের অনুমোদন না মেলায় আটকে যাচ্ছে নিগার সুলতানাদের ভারত সফর।

গত আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় পুরুষ দলের। তবে সরকারের অনুমতি না পাওয়ায় সিরিজটি স্থগিত করে তারা। এবার নারী ক্রিকেটেও ঘটছে একই ঘটনা।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। ২০১৩ সালের পর এবারই প্রথম ভারত সফরের সুযোগ এসেছিল টাইগ্রেসদের।

তবে প্রায় এক যুগেরও বেশি সময় পর সুযোগ তৈরি হলেও সেটা এখন অনিশ্চয়তার মুখে। জানা গেছে, বিসিসিআই বাংলাদেশ সিরিজের পরিবর্তে অন্য কোনো বিকল্প হোম সিরিজ আয়োজনের চেষ্টা করছে।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, ছেলেদের পর মেয়েদেরও ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিত হতে যাচ্ছে। বিসিসিআই এক কর্মকর্তার সূত্র টেনে তারা জানিয়েছে ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’

যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সত্যিই যদি এই সিরিজ স্থগিত হয়; তবে ক্রিকেটের জন্য তা মোটেও ভালো বার্তা নয়।