স্বস্তির জয়ের খোঁজে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

টানা পাঁচ হারের পর বিশ্বকাপে লজ্জা এড়াতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ; জিতলে সপ্তম স্থানে থেকে আসর শেষ করার সুযোগ নিগার সুলতানাদের সামনে।

নয়া দিগন্ত অনলাইন
আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ |নয়া দিগন্ত

সেমিফাইনাল খেলার স্বপ্ন আগেই ফুরিয়েছে, টানা হারে লিগ পর্ব শেষেই দেশে ফিরতে হচ্ছে নিগার সুলতানাদের। জয় দিয়ে আসর শুরু করলেও টানা ৫ ম্যাচ হেরে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একদম তলানিতে টাইগ্রেসরা।

তবে এই লজ্জা থেকে মুক্তির একটা সুযোগ আজ পাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে ৭ নম্বরে থেকে আসর শেষ করতে পারবে নিগার-নাহিদারা।

গ্রুপ পর্বে নিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনো জয় পায়নি বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল বাংলাদেশ।

তবে তীরে এসে তরি ডুবে। এই ম্যাচগুলোয় খুব কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত ৬ ম্যাচের ৫টিতেই হেরে আসর থেকে আনুষ্ঠানিক বিদায় ঘণ্টা বেজে যায় টাইগ্রেসদের।

তবে আরো একটা জয় নিয়ে দেশে ফেরার সুযোগ আছে এখনো বাংলাদেশের। রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় স্বাগতিকদের মুখোমুখি হবেন নিগার সুলতানা জ্যোতিরা।

২০২২ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে শুধু পাকিস্তানকে হারাতে সমর্থ হয় বাংলাদেশ। এবার দ্বিতীয় আসরেও একমাত্র জয় তাদের বিপক্ষেই। ফলে আজ জয় পেলে ইতিহাসই গড়বেন নিগার-স্বর্ণারা।

যদিও কাজটি বেশ কঠিন, কেননা শক্তিমত্তায় হারমানপ্রীত কৌরের দল বেশ এগিয়ে। ভারতের সাথে মুখোমুখি ৮ ম্যাচের ৬টিতে হেরেছে বাংলাদেশ, জয় পেয়েছে একটিতে। অন্য ম্যাচটা পরিত্যক্ত হয়েছে।

এদিকে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের খুব কাছে থেকেও হেরে যায় বাংলাদেশ। পারেনি ৬ উইকেট হাতে রেখেও ১২ বলে ১২ রানের সমীকরণ মেলাতে। ১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচটি হেরে যায়।

এমন হারের ধকল যে এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ, তা স্পষ্ট সোবহানা মুস্তারির কণ্ঠে। ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শ্রীলঙ্কার কাছে হারের পর আমরা রাতে ঘুমাতে পারিনি। গত চার রাত ধরে আমরা ঘুমাইনি।’

তবে ভারতের বিপক্ষে সান্ত্বনার একটা জয় চান তিনি। সোবহানা বলেন, ‘টুর্নামেন্ট শেষ, আমাদের শেষ ম্যাচ। ভালোভাবে যেন শেষ করতে পারি। ভুলগুলোর যেন পুনরাবৃত্তি না হয়।’