বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে দারুণ রেকর্ড গড়েন তাসকিন আহমেদ। বনে যান এক আসরে সর্বোচ্চ উইকেটের মালিক। ১২ ম্যাচে নেন ২৫ উইকেট। কিন্তু বেশি দিন এই রেকর্ডের মালিক থাকতে পারলেন না তিনি।
এবারের আসরেই তাকে দুইয়ে ঠেলে দিলেন শরিফুল ইসলাম। আজ (শুক্রবার) ফাইনালে এসে নিজের ১২তম ম্যাচে ২৬তম উইকেটের দেখা পেয়েছেন এই বাঁ হাতি পেসার। আজ ৩৩ রানে ২ উইকেট নেন তিনি।
আজ চট্টগ্রামের হয়ে রাজশাহীর বিপক্ষে ফাইনালে শরিফুল প্রথম উইকেট পান কেন উইলিয়ামসনকে ফিরিয়ে। ১৫ বলে ২৪ রান করা এই কিউই তারকাকে ফেরান তিনি। ২৫তম উইকেট নিয়ে বসে যান তাসকিনের পাশে।
এরপর আর উইকেটের দেখা পাচ্ছিলেন না তিনি। তবে ইনিংসের শেষ বলে এসে পেয়ে যান সেই উইকেটের দেখা। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান নাজমুল হোসেন শান্তকে। তাতেই গড়েন দারুণ এই রেকর্ড।
এবারের আসরে শরিফুলের সেরা বোলিং ৯ রানে ৫ উইকেট। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে আগুনঝরা বোলিংয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। এছাড়া আরো তিন ম্যাচে নিয়েছেন ৩টি করে উইকেট।



