অস্ট্রেলিয়ার পাকিস্তান সফরের জন্য একটি প্রস্তাবিত টি-টোয়েন্টি আন্তর্জাতিক সূচি ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমগুলো এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে।
সূত্র অনুযায়ী, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজের জন্য পিসিবি দুটি খসড়া সূচি ভাগ করেছে।
সেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়া দল ২৬ বা ২৭ জানুয়ারি পাকিস্তানে পৌঁছাতে পারে এবং ২ বা ৩ ফেব্রুয়ারি দেশে ফিরে যেতে পারে।
আরো জানা গেছে, সিরিজটি এমনভাবে সাজানোর প্রস্তাব দেয়া হয়েছে যাতে পরপর দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে, এরপর এক দিনের বিরতি দিয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলা হবে।
খসড়া সূচি অনুযায়ী, তিনটি ম্যাচের মধ্যে দুটি সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া জানা গেছে, ম্যাচগুলো ২৯ ও ৩১ জানুয়ারি আয়োজনের প্রস্তাব করা হয়েছে, আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ১ ফেব্রুয়ারি।
এদিকে চলতি বছরের প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে বর্তমানে মাঠে রয়েছে ‘মেন ইন গ্রিন’। পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে।
বুধবার ডাম্বুল্লার রাঙ্গিরি ডাম্বুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হয়েছে। একই ভেন্যুতে ৯ ও ১১ জানুয়ারি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এই শ্রীলঙ্কা সিরিজটি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ পর্যন্ত পাকিস্তান ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া ১৪টি এবং পাকিস্তান জয়ী হয়েছে ১২টিতে। একটি ম্যাচ টাই হয়েছে এবং আরেকটি ম্যাচে কোনো ফল আসেনি।



