ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ দলের, নেই দম ফেলার ফুসরত। নেদারল্যান্ডস সিরিজ শেষেই এশিয়া কাপ, এরপর আফগানিস্তান সিরিজের সূচি আগেই ঘোষণা হয়েছিল। এখন অপেক্ষায় আছে ওয়েস্ট ইন্ডিজও।
আগেই জানা গিয়েছিল এশিয়া কাপের পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এবার জানা গেল সফরের সূচিও। কবে কবে ম্যাচ হবে, আপাতত শুধু সেটিই ঠিক হয়েছে, ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো ঠিক হয়নি।
আগামী মাসে তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা। অক্টোবরের ১৫ তারিখ বাংলাদেশে পা রাখার কথা রয়েছে তাদের।
এরপর মাঠে গড়াবে দুই দলের সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। সিরিজের পরের দুটি ম্যাচ ২০ ও ২৩ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ ২৭ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর।
জানা গেছে, ওয়ানডে ফরম্যাট দিয়ে সিরিজ শুরু করবে দুই দল। তিনটি ওয়ানডের মাঝে প্রথম দুইটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে চট্টগ্রামে।
চট্টগ্রামে একটি টি-টোয়েন্টি ম্যাচও গড়াবে। আর সিরিজের সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। তবে, এটি ভেন্যুর এই তালিকা আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করা হয়নি।