দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার সাড়ে ৯টায় শুরু হবে খেলা। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আইরিশদের।
দীর্ঘ সময় পর আবারো টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে শেষ ম্যাচ খেলেছিল নাজমুল হোসেন শান্তর দল। প্রায় পাঁচ মাস পর আজ সাদা পোশাকে মাঠে নামছেন তারা।
এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের। এর আগে বাংলাদেশের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘদিন ধরেই পারফর্ম করছিলেন মুরাদ। ৩৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৬৫ উইকেট নিয়েছেন তিনি। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন। এবার সাদা পোশাকে নিজেকে প্রমাণের পালা।
আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।



