বিশ্বের ১১তম এবং বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান।
গতরাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের চলতি আসরের দশম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে ৩ উইকেট নেন রংপুর রাইডার্সের মোস্তাফিজ। এই ইনিংসেই টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৪০০ উইকেট ক্লাবে প্রবেশ করেন ফিজ।
৩১৫ ম্যাচের ৩১৩ ইনিংসে ৪০২ উইকেটের মালিক এখন তিনি। এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১২৬ ম্যাচে ১৫৮ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের আগে প্রথম বাংলাদেশী হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট শিকার করেছেন স্পিনার সাকিব আল হাসান। ৪৬৯ ম্যাচের ৪৬০ ইনিংসে সাকিবের উইকেট সংখ্যা ৫০৭।
সাকিব-মোস্তাফিজ ছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মালিক হয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৬৮৭ উইকেট) ও মোহাম্মদ নবি (৪০২ উইকেট), ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৬৩১ উইকেট), সুনীল নারাইন (৬০৯ উইকেট) ও আন্দ্রে রাসেল (৫০৭ উইকেট), দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (৫৭০ উইকেট), ইংল্যান্ডের ক্রিস জর্ডান (৪৪৬ উইকেট), পাকিস্তানের ওয়াহাব রিয়াজ (৪১৩ উইকেট) ও মোহাম্মদ আমির (৪১২ উইকেট)।
মোস্তাফিজের ৪০০ উইকেট শিকারের ম্যাচে রংপুর রাইডার্স ৬ উইকেটে হারিয়েছে সিলেট টাইটান্সকে।



