আবারো উত্তপ্ত ক্রিকেটপাড়া, নির্বাচন বয়কট করতে পারেন তামিম ইকবাল

তবে তামিম ইকবালদের দাবি এখানে রয়েছে সরকারি হস্তক্ষেপ। এই অভিযোগ তুলে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারাও। বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব।

নয়া দিগন্ত অনলাইন
জরুরি সভায় ক্লাবগুলোর প্রতিনিধিরা
জরুরি সভায় ক্লাবগুলোর প্রতিনিধিরা |নয়া দিগন্ত

আগেই ধারণা করা হয়েছিল, অনাকাঙ্ক্ষিত কিছু হতে পারে। হলোও তাই। আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ক্রিকেটপাড়া। দিনভর ঘটে গেছে অনেক ঘটনা। দেখা দিয়েছে নানা শঙ্কা। তবে আসল নাটক দেখা যাবে বুধবার।

বিসিবি নির্বাচনের মাঠ গরম করে তুলেছে বিতর্কিত ১৫ ক্লাব। শুরুতে নিষেধাজ্ঞা, এরপর ফেরা-তবে আবার এসেছে নিষেধাজ্ঞার খড়গ। মঙ্গলবার এই ১৫টি ক্লাবকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছে আদালত।

গুঞ্জন আছে এই ১৫ ক্লাবের অধিকাংশই ছিল বিএনপি সমর্থিত প্যানেল তামিম ইকবালের সহযোগী। বলা যায় তামিমের ভোট ব্যাংক ভাবা হচ্ছিল এই ১৫ ক্লাবকে। নির্বাচনের আগ মুহূর্তে ক্লাবগুলো নিষিদ্ধ হয়ে যাওয়ায় চাপে তামিমের প্যানেল।

অবশ্য শুরু থেকেই নিষিদ্ধ ছিল এই ১৫ ক্লাব। দুদকের তদন্তে নানা অনিয়মে যুক্ত থাকায় নির্বাচনের খসড়া তালিকায় রাখা হয়নি এই ১৫টি ক্লাব। তবে গুঞ্জন আছে, এরপর ক্রীড়া উপদেষ্টার সাথে একটি সমঝোতায় আসেন তামিম।

ফলে সেই ১৫টি ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় রাখে নির্বাচন কমিশন। সমঝোতা হয় এভাবে যে ক্লাব থেকে আসা ১২টি পরিচালক পদের তিনটি সরকারপন্থীদের জন্য ছেড়ে দেয়া হবে। বাকি নয়টি পদ পাবেন তামিম ইকবালসহ বিএনপিপন্থীরা।

তবে সেই নয়টি পদ নিয়েও শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারেননি তামিম ইকবালরা। চেয়ে বসেন বাকি তিন পদও। এই নিয়ে শেষ পর্যন্ত সমঝোতা না আসায় যখন উত্তাপ বাড়তে থাকে নির্বাচন ঘিরে, তখনই আসে হাইকোর্টের এই আদেশ।

জানা গেছে, সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

তবে তামিম ইকবালদের দাবি এখানে রয়েছে সরকারি হস্তক্ষেপ। এই অভিযোগ তুলে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারাও। বিসিবি নির্বাচন বয়কট করতে পারে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১২-১৩টি ক্লাব।

বুধবার (১ অক্টোবর) চূড়ান্ত আসবে সিদ্ধান্ত। যদিও এখনো চেষ্টা চলছে সমঝোতা করার। তবে রাতের মাঝে যদি পরিস্থিতি ভালো না হয়, তাহলে কাল মনোনয়ন প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে ক্লাবগুলোর। এ ব্যাপারে রাতে জরুরি সভায় বসছেন ক্লাবগুলোর প্রতিনিধিরা।

তফসিল অনুযায়ী বুধবারই মনোনয়নপত্র প্রত্যাহারের দিন, একই দিনে প্রকাশ করার কথা চূড়ান্ত প্রার্থী তালিকা। সব মিলিয়ে বেশ কঠিন একটা দিন হতে যাচ্ছে বুধবার।