ইসাখিলের দুর্দান্ত সেঞ্চুরিতে রংপুরকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী

শেষ পর্যন্ত ৪টি চার ও ১১টি ছক্কায় ৭২ বলে অপরাজিত ১০৭ রান করেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন হায়দার।

নয়া দিগন্ত অনলাইন
টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান ইসাখিল
টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান ইসাখিল |সংগৃহীত

আফগানিস্তানের ওপেনার হাসান ইসাখিলের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ২৯তম ম্যাচ জয়ের জন্য রংপুর রাইডার্সকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে ১০৭ রানে অপরাজিত থাকেন ইসাখিল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় নোয়াখালী। রহমত আলি ৯ ও জাকের আলি ৩ রানে আউট হন।

এরপর তৃতীয় উইকেটে অধিনায়ক হায়দার আলিকে নিয়ে ৭৪ বলে ১৩৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইসাখিল। শেষ ১০ ওভারে ১২৬ রান যোগ করেন তারা। এই জুটির কল্যাণে ২০ ওভারে ২ উইকেটে ১৭৩ রানের সংগ্রহ পায় নোয়াখালী।

ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পান ইসাখিল। ৭০ বল খেলে এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান হলেন তিনি। আসরের প্রথম ম্যাচে সিলেটের মাঠে সিলেট টাইটান্সের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলেছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের দলনেতা নাজমুল হোসেন শান্ত।

শেষ পর্যন্ত ৪টি চার ও ১১টি ছক্কায় ৭২ বলে অপরাজিত ১০৭ রান করেন ইসাখিল। ৩২ বলে ৪২ রান নিয়ে অপরাজিত থাকেন হায়দার।

রংপুরের নাহিদ রানা ও অ্যালিস ইসলাম ১টি করে উইকেট নেন।