ফাইনালে ওঠার লড়াইয়ে টসে জিতল বাংলাদেশ

এই ম্যাচেও একাদশে নেই লিটন দাস। নিয়মিত অধিনায়ককে ছাড়া জাকের আলিই এসেছেন টস করতে। তবে একাদশে এসেছে ৩ পরিবর্তন। বাদ পড়েছেন তানজিদ তামিম।

নয়া দিগন্ত অনলাইন
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ |সংগৃহীত

ফাইনালে উঠার লড়াইয়ে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলছে তারা। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক জাকের আলির।

এশিয়া কাপে কোনো সেমিফাইনাল নেই, তবে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত সেমিফাইনালে। লড়াইটা এখন ডু অর ডাই। জিতলে কাটবে ফাইনালের টিকিট, হারলে বিদায়।

সুপার ফোরে দুই দলেরই সমান একটি করে জয় ও হার, পয়েন্টও সমান ২। ফলে এই ম্যাচে যে দল জয়লাভ করবে তারা ২৮ সেপ্টেম্বর তারাই খেলবে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে।

এই ম্যাচেও একাদশে নেই লিটন দাস। নিয়মিত অধিনায়ককে ছাড়া জাকের আলিই এসেছেন টস করতে। তবে একাদশে এসেছে ৩ পরিবর্তন। বাদ পড়েছেন তানজিদ তামিম।

আরো নেই নাসুম আহমেদ ও সাইফুদ্দিন। তাদের বদলে একাদশে এসেছেন তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ ইমন, জাকের আলি, তাওহীদ হৃদয়, শামিম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, আগা সালমান, মোহাম্মদ হারিস, হোসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।