সাকিবের বাজে দিন, শেষ বলে জয় পেয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস

ম্যাচে আগে ব্যাট করে ৪ ওভারে ১৮৭ রান করেছিল বার্বাডোজ। যা তাড়া করতে নেমে ম্যাচের শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে সাকিবের দল।

নয়া দিগন্ত অনলাইন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান |ইন্টারনেট

বল হাতে ছিলেন খরুচে, ব্যাটিংয়েও তেমন ভালো করতে পারেননি সাকিব আল হাসানে। তার দলও পড়ে যায় চাপে। তবে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ বলে জয়ের দেখা পেয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস।

বার্বাডোজের মাঠে শনিবার সকালে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে বল হাতে ৩ ওভারে ৩৩ রান খরচায় উইকেটশূন্য থাকেন সাকিব। পরে ব্যাটিংয়ে ১২ বলে ১৫ রান করেন তিনি।।

তবে আন্দ্রিস গাউসের ব্যাটে ৪ উইকেটের জয় পায় অ্যান্টিগা। ম্যাচে আগে ব্যাট করে ৪ ওভারে ১৮৭ রান করেছিল বার্বাডোজ। যা তাড়া করতে নেমে ম্যাচের শেষ বলে গিয়ে জয় নিশ্চিত করে সাকিবের দল।

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১২ রান। তিনটি ওয়াইডসহ প্রথম বলেই ৫ রান দিয়েন শেরফান রাদারফোর্ড। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের চার বলে দেন মাত্র৫ রান।

ফলে শেষ বলে চাই ২ রান। তখন মনে হচ্ছিল, সেখান থেকে সুপার ওভারে গড়াতে পারে ম্যাচ। কিন্তু সেটি হতে দেননি শামার স্প্রিঙ্গার। অনায়াসে দুই রান নিয়ে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন তিনি।

দলকে জেতানোর নায়ক অবশ্য গাউস। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৩ বলে ৮৫ রান করে যুক্তরাষ্ট্রের ওপেনার। দুর্দান্ত ইনিংসে ৫ চারের সাথে ৪টি ছক্কা মারেন তিনি। কেভিন ভিকহাম করেন ২৬ রান।

এর আগে বার্বাডোজকে পথ দেখান ব্র্যান্ডন কিং। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি তিনি। ৬ চার আর ৭ ছক্কায় ৬৫ বলে ৯৮ রানের ইনিংস খেলেন ক্যারিবিয়ান ওপেনার। রাদারফোর্ড ২৯ ও ডি কক করেন ২৭ রান।

বল হাতে সালমান ইরশাদ ছাড়া কেউ ভালো করতে পারেননি। সালমান ১৩ রানে নেন ২ উইকেট।

এই জয়ে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে এখন অ্যান্টিগা। প্রথম রাউন্ডে তাদের শেষ ম্যাচ আগামী বৃহস্পতিবার, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।