সিরিজ বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। যেখানে জয় ছাড়া বিকল্প ভাবনা নেই টাইগারদের। দাঁড়িয়ে আছে খাঁদের কিনারে, পা ফসকে গেলেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। তবে লঙ্কানদের জন্যে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার (৫ জুলাই) মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গড়াবে খেলা। বেলা ৩টার দিকে মাঠে নামবে তারা।
সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে পথ হারায় দলটা। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি, ২৪৪ রানের লক্ষ্য তাড়ায় হেরে যায় ৭৭ রানে।
সেই অপ্রত্যাশিত হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। যদিও বসে থাকার সুযোগ নেই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে আজ। তবে মাঠে নামার আগে বড় প্রশ্ন, বদলে যাবে কী একাদশ?
প্রথম ম্যাচে ব্যাট হাতে তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত ও জাকের আলি ছাড়া সবাই ছিলেন একেবারেই ব্যর্থ। পারভেজ ইমন পারেননি অভিষেক রাঙাতে, ১৩ রানেই থামতে হয় তাকে।
তার জায়গায় তাই বদল আসার সম্ভাবনা আছে। দীর্ঘদিন পর দলে ফেরা নাঈম শেখকে দেখা যেতে পারে তামিমের সাথে। যদিও ইমনকে আরো একটা সুযোগ দেয়ার সম্ভাবনাও কম নয়।
তবে ব্যর্থ মিডল অর্ডারে পরিবর্তন আসছে না, তা অনেকটা নিশ্চিত। লিটন দাস, তাওহীদ হৃদয়দের নিয়েই সাজাতে হবে একাদশ। তাদের বিকল্প হিসেবে এখন কেউ নেই স্কোয়াডে।
পেস বোলিং বিভাগে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সাথে তানজিম সাকিব থাকছেন অনেকটা নিশ্চিত। তবে স্পিনে আসতে পারে পরিবর্তন।
আগের ম্যাচে অভিষেক হওয়া তানভীর ইসলাম একটা উইকেট পেলেও ম্যাচে তেমন অবদান রাখতে পারেননি, তার জায়গায় ফিরতে পারেন রিশাদ হোসেন।
টাইগারদের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।