আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন না শামীম পাটোয়ারী। তবে শেষ টি-টোয়েন্টির দলে ঠিকই ঠাঁই পেয়েছেন তিনি। অবশ্য তার অন্তর্ভুক্তিতে বাদ পড়ছে না কেউ।
সিরিজ শুরুর আগে তিন ম্যাচের মাঝে প্রথম দুই ম্যাচের দল প্রকাশ করে বিসিবি। যেখানে ছিলেন না শামীম। যা ভালোভাবে নেননি বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনেই প্রকাশ করেন অসন্তোষ।
শামীমের জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নেয়া হলেও, দুই ম্যাচের কোনোটিতেই একাদশে ছিলেন না এই উইকেটকিপার ব্যাটার। প্রথম ম্যাচে জাকের আলী ও দ্বিতীয় ম্যাচে খেলেন নুরুল হাসান।
তবে তাদের কেউ ভালো করতে পারেননি। ব্যাট হাতে ভূমিকা রাখতে পারেননি। ফলে ফের শামীমকে দলে এনেছে বিসিবি। শামীমের সামনে সুযোগ নিজেকে প্রমাণ করার। কেননা সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না তারও।
ব্যাট হাতে একদমই ছন্দে নেই শামীম। শেষ নয় টি-টোয়েন্টিতে রানের খাতা খোলার আগে ফিরেছেন চারবার। ১ রানে আউট হয়েছেন দুইবার। সব মিলিয়ে একেবারেই রানে নেই তিনি।
বিশ্বকাপ দলে জায়গা পেতে তাই এই ম্যাচটাই শেষ সুযোগ হতে পারে শামীমের জন্য। একাদশে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাতে হবে তাকে। অন্যথায় বিশ্বকাপ বহরে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে যাবে।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে ৩৯ রানে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সমতা ফিরিয়েছে সিরিজে। শেষ ম্যাচটা তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।
আগামীকাল (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস, সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, মাহিদুল ইসলাম, মেহেদী হাসন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, সাইফুদ্দীন, শামীম পাটোয়ারী।



