না ফেরার দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। চলছে রাষ্ট্রীয় শোক। শোকাচ্ছন্ন ক্রিকেট বোর্ডও। ফলে আজ মাঠে গড়ায়নি বিপিএল। দিনের দুইটি ম্যাচই স্থগিত করে বিসিবি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামার কথা ছিল চট্টগ্রাম রয়্যালসের। আর দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মাঠে নামার কথা ছিল রংপুর রাইডার্সের বিপক্ষে।
স্থগিত হওয়া ম্যাচগুলোর সংশোধিত সময়সূচি ও ভেন্যু সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছিল বিসিবি। বিকেলে জানানো হয়েছে সেই তথ্য, প্রকাশ করা হয়েছে ম্যাচ দুটির নতুন সূচি।
জানানো হয়েছে- মঙ্গলবারের ম্যাচ দুটি আয়োজন করা হবে বুধবার। সময়সূচিতেও এসেছে পরিবর্তন। সাধারণত দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়ালেও বুধবার দিনের প্রথম ম্যাচটি হবে দুপুর ৩টায়।
আর দিনের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়ায় সাধারণত সন্ধ্যা ৬টায়। তবে বুধবারের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।



