কোহলি-রোহিত জেতালেন ভারতকে

জয়ের সুরটা বেঁধে দিয়েছিলেন হার্ষিত রানা। একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের ইনিংস।

নয়া দিগন্ত অনলাইন
ভারতকে জেতাতে পরের কাজটা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি
ভারতকে জেতাতে পরের কাজটা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি |ইন্টারনেট

সহসাই যে তাদের পথচলা থামছে না, তা-ই যেন বলে দিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটা নিজেদের আলোয় রাঙালেন ভারতের এই দুই স্বপ্নসারথি। জিতেছে তাদের দলও।

অবশ্য টানা হারে সিরিজ আগেই হাতছাড়া করেছে ভারত। আজ শনিবার সিডনিতে ছিল ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। ৯ উইকেটের জয়ে সেই চ্যালেঞ্জ ভালোভাবেই উতরে গেল ভারত।

জয়ের সুরটা বেঁধে দিয়েছিলেন হার্ষিত রানা। একাই ৪ উইকেট নিয়ে ধসিয়ে দেন অজিদের ইনিংস। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ৪৬.৪ ওভারে ২৩৬ রানে। ম্যাট রেনশ ৫৬ ও মিচেল মার্শ করেন ৪১ রান।

ভারতকে জেতাতে পরের কাজটা করেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ‘বুড়িয়ে’ যাওয়া এই দুই কিংবদন্তি গড়েন ১৭০ বলে ১৬৮ রানে অপরাজিত জুটি। আগের ম্যাচে ফিফটি পাওয়া রোহিত শর্মা তুলে নেন এবার সেঞ্চুরি।

প্রথমে শুভমান গিলকে নিয়ে পাওয়ার প্লেতে ৬৯ রান যোগ করেন রোহিত। গিল আউট হন ২৬ বলে ২৪ করে। এরপর মাঠে আসেন আগের দুই ম্যাচে ০ রানে ফেরা কোহলি। তবে এদিন আর ভুল করেননি তিনি, ছিলেন ছন্দে।

৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন রোহিত। পঞ্চাশ ছোঁয়ার পর আরো দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্যদিকে ৫৬ বলে ফিফটি করেন কোহলি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৮১ বলে ৭৪ রানে।

অন্যদিকে সেঞ্চুরি করা রোহিত ১২৫ বলে ১২১ রানে অপরাজিত ছিলেন। তাদের এ জুটিতে সান্ত্বনার এক জয়ে সিরিজ শেষ করল ভারত।