বিপিএল

নিলাম তালিকা থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯

বিপিএলের ফিক্সিং তদন্তের ধারাবাহিকতায় এনামুল হক বিজয়, মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটারকে নিলাম তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি।

নয়া দিগন্ত অনলাইন
বিপিএলের নিলাম তালিকা থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার
বিপিএলের নিলাম তালিকা থেকে বাদ বিজয়-মোসাদ্দেকসহ ৯ ক্রিকেটার |সংগৃহীত

জাতীয় দলের অনেক ক্রিকেটার যে ফেঁসে যাচ্ছেন, তা অনুমেয়ই ছিল। হলোও তাই। বিপিএলের নিলাম থেকে বাদ পড়াদের তালিকায় আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তারকা ক্রিকেটাররা।

রাতেই খবর বেড়িয়েছিল ফিক্সিং ইস্যুতে নাম থাকা ক্রিকেটারদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে সরিয়ে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেলা গড়াতেই কার্যকর হলো সেই সিদ্ধান্ত, যেখানে আছে দেশের ক্রিকেটের বড় কিছু নাম।

বিপিএলের নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন মোট ৯ ক্রিকেটার। এই তালিকায় আছেন জাতীয় দলে খেলা চারজন- এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।

এছাড়া আরো আছেন আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, শিহাব জেমস ও মনির হোসেন খান। বিসিবি প্রকাশিত নিলামের নতুন তালিকায় নেই এই আলোচিত ক্রিকেটারদের নাম।

তবে এদের মাঝে কে কে ফিক্সিংয়ের কারণেই বাদ পড়েছেন, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কেননা বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা করছে না।

গত আসরের বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্তে নামে বিসিবি। তিন সদস্যের সেই তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে বিসিবির কাছে ৯০০ পাতার রিপোর্ট দেয়। যা নিয়ে বিসিবি শরণাপন্ন হয় অ্যালেক্স মার্শালের।

আইসিসি দুর্নীতি দমন সংস্থার সাবেক প্রধান এই কর্মকর্তার দীর্ঘদিনের তদন্তের পর প্রমাণিত হওয়ায় বিপিএলের নিলাম থেকে অভিযুক্তদের নাম বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড।