হোয়াইটওয়াশ এড়াতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ মাঠে নামছে বাংলাদেশ।
সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ হয়েছে হাতছাড়া।
অথচ সিরিজ শুরুর আগে কেউ ভাবেনি টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়তে হবে দলকে। টানা চার সিরিজ জেতা বাংলাদেশ ছিল রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে। তবে সব হিসাব বদলে যায় ব্যাটারদের ব্যর্থতায়।
প্রথম ম্যাচে ১৬৫ রান তাড়া করতে নেমে ১৬ রানে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে লক্ষ্য ছিল আরো মামুলি, করতে হতো ১৫০ রান। তবে এই সমীকরণও মেলাতে পারেনি টাইগাররা, হেরে যায় ১৪ রানে।
এমন দুই হারের পর আসামির কাঠগড়ায় ব্যাটাররা। এমনকি দ্বিতীয় টি-টোয়েন্টির পর পুরস্কার বিতরণী মঞ্চে দাঁড়িয়ে বোলারদের কাছে রীতিমতো দুঃখ প্রকাশই করেছেন লিটন দাস।
ব্যাটারদের এমন ব্যর্থতায় একাদশে পরিবর্তন আসা এখন অনেকটাই নিশ্চিত। বিশেষ করে আগের ম্যাচে একাদশে ফেরা জাকের আলি যথারীতি ব্যাটিং ব্যর্থতার কারণে এদিন বাদ পড়তে পারেন।
জাকের বাদ পড়লে একাদশে ফেরানো হতে পারে পারভেজ হোসেন ইমনকে। চলতি সিরিজে এখনো ব্যাট হাতে মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে সাইফ হাসানকে ছেড়ে দিতে হবে ওপেনিং পজিশন।
ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারী, তার বদলে একাদশে ফিরতে পারেন নুরুল হাসান সোহান। এছাড়া গেল ম্যাচের একাদশ থেকে বিশ্রাম পেতে পারেন তাসকিন আহমেদ, সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম।
সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
 


