রংপুরের সামনে বড় লক্ষ্যই ছুড়ে দিয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান তুলেছে তারা। আজো ফিফটি পেয়েছেন অ্যাডাম রসিংটন। এই নিয়ে টানা তৃতীয় ফিফটি পেলেন তিনি। রান পেয়েছেন হাসান নাওয়াজও।
সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪৮ রান তুলে চট্টগ্রাম।
তবে হারাতে হয় মোহাম্মদ নাইম (১৬) ও মাহমুদুল হাসান জয়ের (১২) উইকেট। তবে এরপর হাসান নাওয়াজকে নিয়ে ৬১ বলে ৮২ রানের জুটি গড়েন রসিংটন। ১৬ ওভার শেষে দলকে ১৩৬ রানে রেখে ফেরেন তিনি।
রসিংটন আউট হন ৪১ বলে ৫৮ করে। পরের ওভারে হাসান নাওয়াজ ফেরেন ৩৮ বলে ৪৬ রান করে। এরপর শেখ মেহেদী হাসান ৭ বলে ১৩ ও আমির জামাল ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
আকিফ জাভেদ ২৯ রানে ২ ও মোস্তাফিজ ৩২ রানে নেন ২ উইকেট।



