দেড় শ’ পেরিয়ে ছুটছে বাংলাদেশ

মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দু’জনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দু’জনেই ছুটছেন শতকের পথে। জুটিতে এসেছে ৩৯ ওভারে ১৫৯ রান।

নয়া দিগন্ত অনলাইন
মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দু’জনই হাফ সেঞ্চুরি করেছেন
মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দু’জনই হাফ সেঞ্চুরি করেছেন |ইন্টারনেট

শুরুটা দারুণ ইতিবাচক ভঙ্গিমায় শুরু করেছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। দু’জনই বেশ আত্মবিশ্বাসের সাথে খেলছেন। তাদের জুটিতেই দেড় শ’ পেরিয়েছে ইনিংস।

বুধবার দ্বিতীয় দিনে আয়ারল্যান্ড খেলতে পারে কেবল ১৪ বল, তুলে ১৬ রান। ২৭০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা ২৮৬ রানে গুটিয়ে যায়।

মেহেদী মিরাজ উইকেট শিকার করেছেন ৩টি। তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

এরপর ব্যাটিংয়ে নেমে এখনো উইকেট হারায়নি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দু’জনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দু’জনেই ছুটছেন শতকের পথে। জুটিতে এসেছে ৩৯ ওভারে ১৫৯ রান।

দু’জনেই যেন খেলছেন ওয়ানডে মেজাজে। মাহমুদুল হাসান জয় ১৩৩ বলে ৭৮ ও সাদমান ইসলাম ১০০ বলে ৭৮ রানে অপরাজিত আছেন। আইরিশদের পেছনে ফেলতে এখনো চাই ১২৭ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েছিলেন জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। ফেরাটা রাঙালেন ফিফটি করে। টেস্ট ক্রিকেটে এটি তা পঞ্চম ফিফটি।