পাহাড়সম রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

মিরপুর টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশ ৩ উইকেটে ২৮০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে পৌঁছেছে; মুশফিকুর (৪৪) ও মুমিনুল (৭৯) শতরানের জুটিতে লিড ৪৯১ রানে বেড়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট
বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট |সংগৃহীত

পাহাড়সম রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ। সকাল সকাল জোড়া উইকেট হারালেও মুমিনুল হক ও মুশফিকুর রহিম চতুর্থ আর কোনো বিপদ আসতে দেননি। ৩ উইকেটে ২৮০ রান নিয়ে বিরতিতে গেছে দল।

চতুর্থ দিনের শুরুটা মনপুত হয়নি বাংলাদেশের। ৬৯ রান নিয়ে শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন সাদমান ইসলাম। তবে সাজানো ইনিংসটাকে শতকে রূপ দিতে পারেননি।

নতুন দিনে সাদমাম যোগ করেন ৯ রান। অ্যান্ডি ম্যাকব্রিনের শিকার হয়ে ১১৯ বলে ৭৮ রানে শেষ হয়েছে তার ইনিংস। দ্রুত ফিরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১)।

১ উইকেটে ১৫৬ রান নিয়ে খেলতে নেমে নতুন দিনে ১৮ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর হাল ধরেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। রানের গতি ধরে রেখেই স্পর্শ করেন শতরানের (১০৬*) জুটি।

ফিফটি তুলে নেন মুমিনুল হক, ব্যাট করছেন ৭৯ রানে। অন্যদিকে শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুশফিক মধ্যাহ্ন বিরতিতে গেছেন ৪৪ রান নিয়ে। তাদের জুটিতে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ রান।

এর আগে মিরপুর টেস্টে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৪৭৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। বিপরীতে ২৬৫ রানে শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। ৪ উইকেট নেন তাইজুল।

২১১ রানের লিড পেলেও আইরিশদের ফলোঅন করায়নি টাইগাররা। নিজেরাই নামে ব্যাটিংয়ে।