নানা টানাপোড়েনের পর ফের মাঠে গড়িয়েছে বিপিএল। তিন দিন বিরতির পর মাঠে নেমেছেন ক্রিকেটাররা। শুরু হিয়েছে ঢাকা পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
মিরপুরে শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করছে নোয়াখালী। খেলা শুরু হয়েছে বেলা ২টায়। এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে দু’দলই। নোয়াখালী দুই ও চট্টগ্রাম বদল এনেছে তিনটি।
নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, জহির খান, মুনিম শাহরিয়ার, হাসান ইসাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি।
চট্টগ্রাম রয়্যালস একাদশ
নাইম শেখ, মোহাম্মদ হারিস, মাহফিজুল ইসলাম, মাহমুদুল হাসান, মোহাম্মদ নাওয়াজ, শেখ মেহেদী, আসিফ আলী, আমের জামাল, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম।



