লিটন দাসকে অধিনায়ক করায় মোস্তাফিজের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান বিজেপির জোটসঙ্গী নেতার

কেসি ত্যাগীর আগে শশী থারুর এবং আসাদুদ্দিন ওয়াইসির মতো বিরোধী নেতারাও মোস্তাফিজুর ইস্যু নিয়ে মুখ খুলেছেন। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্বের মুখে মোস্তাফিজুর ইস্যুর সমালোচনা এই প্রথম।

নয়া দিগন্ত অনলাইন
মোস্তাফিজুর রহমান ও কেসি ত্যাগী
মোস্তাফিজুর রহমান ও কেসি ত্যাগী |সংগৃহীত

বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেয়া ইস্যুতে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) খোঁচা দিলেন বিজেপির জোটসঙ্গী জেডিইউর নেতা কেসি ত্যাগী। একইসাথে তিনি মোস্তাফিজের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে কেসি ত্যাগীর এই আহ্বানের বিষয়টি তুলে ধরা হয়।

তিনি বলেছেন, খেলার সাথে রাজনীতি জড়িয়ে যাওয়া উচিত নয়। হিন্দু ক্রিকেটার লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশ যথেষ্ট কড়া বার্তা দিয়েছে। তাই তাদের তারকা পেসারকে বাদ দেয়ার সিদ্ধান্ত ভেবে দেখা উচিত।

কেসি ত্যাগী আরো বলেন, ভারতীয় উপমহাদেশে বর্তমানে পাকিস্তান এবং বাংলাদেশের সাথে পরিস্থিতি খুবই স্পর্শকাতর। পাকিস্তান সীমান্তে ‘সন্ত্রাস’ ছড়াচ্ছে। আর বাংলাদেশে ঘটনায় ভার‍তীয়রা ক্ষিপ্ত। বিসিসিআই হয়তো সেই আবেগকে মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, তবে আমি মনে করি রাজনীতির প্রভাব খেলায় পড়া একেবারেই উচিত নয়। বাংলাদেশ যখন হিন্দু ক্রিকেটার লিটন দাসকে দলের অধিনায়ক নির্বাচন করতে পারে, তাহলে আমাদেরও সিদ্ধান্তটা ভেবে দেখা উচিত। সংখ্যালঘু ক্রিকেটারকে অধিনায়ক নির্বাচন করে বাংলাদেশ কিন্তু খুবই শক্তিশালী বার্তা দিয়েছে।

কেসি ত্যাগীর আগে শশী থারুর এবং আসাদুদ্দিন ওয়াইসির মতো বিরোধী নেতারাও মোস্তাফিজুর ইস্যু নিয়ে মুখ খুলেছেন। কিন্তু বিজেপি ঘনিষ্ঠ নেতৃত্বের মুখে মোস্তাফিজুর ইস্যুর সমালোচনা এই প্রথম।