নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত কোনো জয় পায়নি দলটি। দুই ম্যাচ খেলে হেরেছে দু’টিতেই। সেক্ষেত্রে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে নিগার সুলতানার দল।

নয়া দিগন্ত অনলাইন
দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ |ইন্টারনেট

নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে হারের ধাক্কা সামলে আজ শুক্রবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। গুয়াহাটিতে টসে হেরে আগে ফিল্ডিং করবে টাইগ্রেসরা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ লড়াই করে, যদিও শেষ পর্যন্ত হেরে যায়।

এবার বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড। বিশ্বকাপের আসরে এখন পর্যন্ত কোনো জয় পায়নি দলটি। দুই ম্যাচ খেলে হেরেছে দু’টিতেই। সেক্ষেত্রে মানসিকভাবে কিছুটা এগিয়ে থাকবে নিগার সুলতানার দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই টাইগ্রেসদের। ২০২২ ওয়ানডে বিশ্বকাপে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। আর ২০২৩ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের সিরিজ থাকলেও খেলা হয়েছে মাত্র একটি।

বাকি দু’টি বৃষ্টিতে পণ্ড হয়। তবে মাঠে গড়ানো দুই ম্যাচের দু’টিতেই হেরেছে বাংলাদেশ। আজ টাইগ্রেসরা চাইবেন হারের ব্যবধান কমিয়ে আনতে, কিউই বধের ইতিহাস লিখতে। সেই লক্ষ্যে বিকেল সাড়ে ৩টায় মাঠে নামছে তারা।

এই ম্যাচে দু’টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তারা। একাদশে নেই রিতু মণি ও সানজিদা আক্তার।

বাংলাদেশ একাদশ : রুবায়া হায়দায়, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি, সুবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, সুমাইয়া আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার ও নিশিতা আক্তার।