বুলাওয়েতে রেকর্ড গড়েই জিতল নিউজিল্যান্ড

প্রথম দিন থেকে নিউজিল্যান্ডের সামনে অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ইনিংসও হেরেছে ৩৫৯ রানে। টেস্ট ইতিহাসে যা জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড।

নয়া দিগন্ত অনলাইন
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বড় জয় নিউজিল্যান্ডের |সংগৃহীত

বুলাওয়েতে জিম্বাবুয়ের হার অবধারিতই ছিল। কেবল অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। তা সারতে খুব একটা অপেক্ষা করতে হলো না, কিউইদের কাছে রেকর্ড ব্যবধানেই হেরেছে স্বাগতিকেরা।

প্রথম দিন থেকে নিউজিল্যান্ডের সামনে অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ইনিংসও হেরেছে ৩৫৯ রানে। টেস্ট ইতিহাসে যা জিম্বাবুয়ের সবচেয়ে বেশি রানে হারের রেকর্ড।

বিপরীতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় নিউজিল্যান্ডের। সব মিলিয়ে তৃতীয় যা টেস্টে তাদের তৃতীয় বড় জয়।

দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৬০১ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শেষ করে নিউজিল্যান্ড। কিউইরা শনিবার (৯ আগস্ট) তৃতীয় দিনে ব্যাটিংয়েই নামেনি।

৪৭৬ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে বিশাল রানের চাপ নিয়ে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় তারা। দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই হারায় উইকেট।

প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন কিউই পেসার ম্যাট হেনরি। সেই ধাক্কা আর পরে কাটিয়ে উঠতে পারেনি জিম্বাবুয়ে। একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ব্রেন্ডন টেলর এই ইনিংসে করেন মাত্র ৭ রান। জিম্বাবুয়ের হয়ে ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৪৭ রান করেন নিক ওয়েলচ। দ্বিতীয় সেরা ক্রেইগ আরভিনের ১৭।

আর কেউ পারেননি দু’ অঙ্কের ঘরে যেতে। ২৮.১ ওভারেই গুটিয়ে যায় তাদের ইনিংস। প্রথম ইনিংসে ১২৫ রান করলেও এবার আসে তার থেকেও কম, ১১৭ রান।

অভিষিক্ত জ্যাকারি ফোকস ৩৭ রানে নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৪ উইকেট পেয়েছিলেন তিনি।

ম্যাট হেনরি ও ডাফি পেয়েছেন দু’টি করে উইকেট। ম্যাট ফিশার পেয়েছেন এক উইকেট।

দু’ ম্যাচের টেস্ট সিরিজ নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে। ধবলধোলাই হলো জিম্বাবুয়ে। ম্যাচ সেরা হয়েছেন ডেভন কনওয়ে। আর ৪ ইনিংসে ১৬ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ম্যাট হেনরি।