নারী বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান টসে জিতেছে। নিয়েছে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এশিয়া কাপের তিন দেখায় অবশ্য হাত না মেলানোর বিতর্কের মাঝেই তিনটি ম্যাচই হারে পাকিস্তান। নারীরা চাইবেন সেই অবস্থায় পরিবর্তন আনতে।

নয়া দিগন্ত অনলাইন
নারী বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক
নারী বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

নারী বিশ্বকাপেও দেখা গেলো ‘একরোখা’ ভারতকে। এশিয়া কাপের পর বৈশ্বিক মঞ্চেও ঘটালো একই কাণ্ড। ছেলেদের মতো ভারতীয় মেয়েরাও টসের আগে-পরে পাকিস্তান অধিনায়কের সাথ হাত মেলাননি।

এশিয়া কাপে হাত মেলানো নিয়ে বিতর্ক কম হয়নি। আসরে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও দুই অধিনায়ক হাত মেলাননি। ম্যাচের পর মানা হয়নি খেলোয়াড়দের হাত মেলানোর রীতিও।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫–এর গ্রুপ ম্যাচে টসে আসেন দুই অধিনায়ক। তবে দেখা হলেও হাত মেলানো বা কথা হয়নি তাদের। বাকি সবকিছু ঠিকঠাকই হয়েছে।

পাকিস্তান টসে জিতেছে। নিয়েছে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। এশিয়া কাপের তিন দেখায় অবশ্য হাত না মেলানোর বিতর্কের মাঝেই তিনটি ম্যাচই হারে পাকিস্তান। নারীরা চাইবেন সেই অবস্থায় পরিবর্তন আনতে।

অবশ্য ম্যাচ শুরুর আগে হ্যান্ডশেক বাধ্যতামূলক নয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলেছে, খেলোয়াড়দের আচরণ যদি খেলার চেতনার পরিপন্থী না হয়, তাহলে হ্যান্ডশেক না করায় কোনো শাস্তির বিধান নেই।

উল্লেখ্য, এবারের নারী বিশ্বকাপ বসেছে ভারতে। তবে পূর্ব চুক্তিমতো পাকিস্তানের ম্যাচগুলো হচ্ছে হাইব্রিড মডেলে। ফলে ফাতিমা সানাদের খেলা হচ্ছে শ্রীলঙ্কায়। স্বাগতিক হয়েও তাই শ্রীলঙ্কায় খেলতে এসেছে ভারত।