বিপিএলে এবার কোচ হিসেবে দেখা যাবে ইমরুল কায়েসকে

বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে তাকে। তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। পাশাপাশি বোলিং কোচ হিসেবে দেখা যাবে সৈয়দ রাসেলের সাথে।

নয়া দিগন্ত অনলাইন
ইমরুল কায়েস
ইমরুল কায়েস |ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। সেই দলে ছিলেন ইমরুল কায়েসও। এবারো তিনজন থাকছেন একই দলে, তবে বদলে যাচ্ছে ভূমিকা।

এ তিনজনকেই আগামী মৌসুমে দেখা যাবে সিলেট টাইটান্সের হয়ে। সরাসরি চুক্তিতে তাদের দু’জনকে দলে নিয়েছে তারা। যেখানে মিরাজ ও নাসুম ক্রিকেটার পরিচয়ে থাকলেও ইমরুলকে দেখা যাবে কোচ হিসেবে।

বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে তাকে। তিনি দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছে বিশ্বস্ত একটি সূত্র। পাশাপাশি বোলিং কোচ হিসেবে দেখা যাবে সৈয়দ রাসেলের সাথে।

বাংলাদেশের সাবেক এই পেসার ছিলেন সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের দায়িত্বেও। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে কেমসলে রবকে। যদিও এখনো বিষয়টি নিশ্চিত করেনি ক্রিকেট উইথ সামি।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের কাজ করছে ক্রিকেট উইথ সামি। এবার তারা বিপিএলেও যুক্ত হলো।

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে আগামী বিপিএল, শেষ হবে ৬ জানুয়ারি। এই আসরকে সামনে রেখে ১৭ নভেম্বর গড়াবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে তিনজন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে টানছে ফ্রাঞ্চাইজিগুলো।