সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্তব্ধ গোটা বাংলাদেশ। শোকে আচ্ছন্ন সকলেই। শোক ছুঁয়েছে ক্রিকেট পাড়াতেও। ফলে স্থগিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের খেলা।
জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আজ মঙ্গলবারের বিপিএল টি-টোয়েন্টির দু’টি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি জানিয়েছে, বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও দেশের শোকাবহ পরিবেশের কারণে মঙ্গলবারের নির্ধারিত ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না। বাতিল করা হয়েছে ম্যাচগুলো।
আজকের সূচিতে বিপিএলে দু’টি ম্যাচ হওয়ার কথা ছিল। দুপুরে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ ছিল। সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের।
ম্যাচ দু’টি বাতিল হওয়ায় মাঠে নামা হচ্ছে না ক্রিকেটারদের। ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।



