সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। তবে দেশে পা রেখেই ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন নাইম শেখ-তাওহীদ হৃদয়রা। বিমানবন্দরেই সমর্থকদের তোপের মুখে পড়েছেন তারা, দেয়া হয়েছে দুয়ো।
গত ৭ সেপ্টেম্বর এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজ সামনে রেখে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় ৪০ দিনের সফর শেষে আজ (বুধবার) দেশে ফিরেছেন ক্রিকেটাররা। মাঝের সময়ে ঘটে গেছে অনেক ঘটনা।
এশিয়া কাপটা কাটে অম্লমধুর। শুরুটা ভালো হলেও শেষটা রাঙাতে পারেনি বাংলাদেশ। খুব কাছে গিয়েও মেলাতে পারেনি ফাইনালে ওঠার সমীকরণ। হারের চেয়েও প্রশ্নবিদ্ধ ছিল হারের ধরন, লড়াই করতে পারেনি দল।
এশিয়া কাপ মিশন শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের আতিথ্য নেয় বাংলাদেশ। ৩ ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় তারা। যেখানে বাংলাদেশের সঙ্গী হয় ভিন্ন দুই অভিজ্ঞতা।
টি-টোয়েন্টি সিরিজটা দারুণ খেলে বাংলাদেশ। আফগানিস্তানকে পাত্তা না দিয়েই জিতে নেয় সিরিজ, এমনকি ধবলধোলাই দেয় রশিদ খানদের। তবে উল্টো অভিজ্ঞতা হয় ওয়ানডে সিরিজে, ধবলধোলাই হয় টাইগাররাই।
জয়-পরাজয় অবশ্য বড় নয়, মাথা ব্যথার কারণ হারের ধরন। একেবারেই ছন্নছাড়া ছিল দলের অবস্থা। ব্যাট হাতে সবাই ছিল নিদারুণ ব্যর্থ। এমনকি শেষ ম্যাচে সবাই মিলে ১০০ রানেই পৌঁছাতে পারেননি দলকে।
ওয়ানডেতে আফগানিস্তানের সাথে প্রথমবার ধবলধোলাই হবার তিক্ত স্বাদ নিয়ে আজ দেশে ফেরে টাইগাররা। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তারা।
তবে বিমানবন্দর থেকে বের হতে গিয়েই লাঞ্চিত হন নাইম শেখ, তাসকিন আহমেদরা। গাড়ি করে যখন বের হচ্ছিলেন সমর্থকদের কেউ কেউ ব্যঙ্গ করতে থাকেন তাদের। ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে দিতে থাকেন দুয়ো।
নাইম শেখ, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় থেকে শুরু করে প্রায় সবাইকেই পড়তে হয় তোপের মুখে। হতে হয় কটূক্তির সম্মুখীন। অবশ্য সফর জুড়ে দারুণ ক্রিকেট খেলা সাইফ হাসান এসবের শিকার হননি, উল্টো বাহবা পেয়েছেন তিনি।