আগামী মার্চ-এপ্রিলে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের। সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল তাদের। কিন্তু সিরিজটি নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, পিএসএল ফেলে দিয়েছে সূচি জটিলতায়।
রোববার (১৪ ডিসেম্বর) পিএসএলের ১১তম আসরের সূচি ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আগামী ২৬ মার্চ মাঠে গড়াবে পিএসএলের আগামী আসর, চলবে ৩ মে পর্যন্ত।
অন্যদিকে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, পাকিস্তান দল আগামী বছরের মার্চ-এপ্রিলে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে।
সফরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুটি টেস্ট, ৩টি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাবর আজম-সালমান আলি আগাদের দল। এমতাবস্থায় পিএসএলের সাথে সাংঘর্ষিক হয়ে পড়েছে সিরিজটি।
সূচি সঙ্ঘাত এড়াতে সফরের সূচিতে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম। এজন্য পিছিয়ে যেতে পারে সালমান আগাদের বাংলাদেশ সফর। আপাতত স্থগিত হয়ে যেতে পারে সিরিজটিও।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের প্রতিবেদন অনুযায়ী, বদলে যেতে পারে এই সিরিজের সূচি। একটি সূত্রের বরাতে তারা জানিয়েছে, ‘সিরিজটি নতুন সময়ে অনুষ্ঠিত হবে। দুই ক্রিকেট বোর্ড বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা করছে।’
সূত্রটির ভাষ্য অনুযায়ী, ‘দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। তবে ম্যাচের সংখ্যা কোনো অবস্থাতেই কমানো হবে না।’ জানা গেছে- দ্রুতই দুই বোর্ড এই নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।



