বিসিবি নির্বাচনের ঘোষণা দিলেন আমিনুল ইসলাম বুলবুল

অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন, কাল আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নয়া দিগন্ত অনলাইন
আমিনুল ইসলাম বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল |সংগৃহীত

সিদ্ধান্ত বদলে ফেললেন আমিনুল ইসলাম বুলবুল। কিছুদিন আগেও যেখানে জানিয়েছিলেন বিসিবি নির্বাচনে প্রার্থী হবেন না তিনি, সেখানে এবার জানালেন পরিচালক পদে নির্বাচন করতেও আগ্রহী তিনি।

অক্টোবরের প্রথম সপ্তাহে হবে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন, কাল আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশ্য নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে অনেক আগেই।

দু’য়েক দিনের মধ্যে বর্তমান বোর্ড সভাপতি আমিনুলের তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য নাম সুপারিশ করার কথা। এরপরই পুরোদমে শুরু হবে নির্বাচনী তোড়জোড়।

সেই নির্বাচনে প্রার্থী হবেন আমিনুল নিজেও। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের এই কথা জানান তিনি। বলেন, দেশের প্রয়োজনে আরো কাজ করতে চান।

বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটাই প্রথম লক্ষ্য। সেখানে থাকার চেষ্টা করব দেশের ক্রিকেটকে সার্ভ করার জন্য।’

উল্লেখ্য, ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ মিলিয়ে বিভিন্ন পর্যায় থেকে বিসিবির মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন।

ইতোমধ্যে পরিচালক পদে নির্বাচন করে সভাপতি হবার ইচ্ছের কথা প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালও।