লিটন দাস ‘শেখেন না’, নিতে চান চ্যালেঞ্জ

কেন চান সেই কথাও উল্লেখ করেছেন লিটন দাস। অধিনায়ক বলেন, ‘আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে।’

নয়া দিগন্ত অনলাইন
টি-২০ অধিনায়ক লিটন দাস
টি-২০ অধিনায়ক লিটন দাস |সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বহুল প্রচলিত এক শব্দ হলো ‘আমরা শিখছি।’ হারলেই ক্রিকেটারদের মুখে শোনা যায় এই মুখস্থ বুলি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলে হাসিঠাট্টা। সবার মনে প্রশ্ন, কবে শেষ হবে এই শেখা?

এই প্রশ্ন ছিল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের কাছে। উত্তরে তিনি যা বলেছেন, তা অবাক করাই বটে। বলেন, ‘আমি তো কোনো দিন বলি নাই, তাই এটার উত্তর আমার কাছে নাই। আমি কখনো বললে উত্তর দিতে পারতাম।’

তবে প্রসঙ্গে কথা ওঠায় লিটন দাস মনে করিয়ে দিলেন উল্টো দিকটাও। বললেন- টেস্ট আর টি-টোয়েন্টিতে বাংলাদেশ আসলে খারাপ করছে না। শেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে চারটি ম্যাচ জিতে বাংলাদেশ তো ছিল ৭ নম্বরে।

ঘরের মাঠে আরো দুটি ম্যাচ জিততে পারলে অবস্থানটা আরো ভালো হতে পারত বলে ধারণা লিটন দাসের। আক্ষেপ নিয়ে বললেন, ‘বাংলাদেশের জন্য ৩-৪–এ থাকা টেস্টে বিশাল অর্জন। সবসময় চ্যাম্পিয়নের চিন্তা করলে হবে না। আমাদের ওই জিনিসটা কখনো ছিল না।’

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে রোববার সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক দেখালেন টি-টোয়েন্টিতে অগ্রগতির চিত্রও। টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড টেনে বলেন-

‘টি-টোয়েন্টিটা দিন দিন ভালো হচ্ছে আমাদের। যদিও আমাদের অতীত খুব একটা ভালো ছিল না এই সংস্করণে। সেখান থেকে মোটামুটি অনেকখানি এগোনোর চেষ্টা করছি।’ তবে আক্ষেপ প্রকাশ করেন ওয়ানডে নিয়ে।

তিনি বলেন, ওয়ানডেতে আমাদের অতীত ভালো ছিল, ওখান থেকে দিন দিন আরো এগোনো উচিত ছিল। আমরা সবাই মিলে এটা নিয়ে চিন্তা করছি। কিভাবে ওভারকাম করা যায়, এটা নিয়ে আমরা কাজ করছি।

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সিরিজ মিলিয়ে ছয়টি ম্যাচ হাতে আছে বাংলাদেশের। এই ছয় ম্যাচে পাখির চোখ করে আছেন লিটন।

বলেন, ‘সত্যি কথা বলতে আমি দুটি সিরিজে চাই, আমাদের খেলোয়াড়েরা যেন খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এ ছয়টা ম্যাচ থেকে আমরা যতটা পিছিয়ে থাকব, ততটাই ভালো। ’

কেন চান সেই কথাও উল্লেখ করেছেন লিটন দাস। অধিনায়ক বলেন, ‘আমি চাই যে বোলাররা যখন বল করবে, তারা যেন চাপের মধ্যে থাকে। যে জিনিসগুলো ভবিষ্যতে আমাদের অনেকটাই সাহায্য করবে।’