তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা। যেখানে টসে জিতে আগে ব্যাট করবে আফগানরা।
বাংলাদেশ দল দাঁড়িয়ে আছে খাঁদের কিনারে, পা ফসকালেই শেষ সিরিজ জয়ের স্বপ্ন। তবে আফগানদের জন্য সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার, যা নিশ্চয়ই হতে দিতে চাইবে না টাইগাররা।
ম্যাচটা শুধু সিরিজ বাঁচাতে নয়, সরাসরি বিশ্বকাপে খেলার জন্যও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে র্যাঙ্কিংয়ের ১০ নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে থাকতে হবে সেরা নয়ে। ফলে এখন প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ টাইগারদের।
এদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। গত ম্যাচে ভালো করতে পারেননি তারা।
তাদের বদলে সেরা এগারোতে ফিরেছেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।